আন্তর্জাতিক ডেস্ক: লিবিয়ার পশ্চিমাঞ্চলীয় সবরাথা শহরে বিমান হামলা চালিয়েছে মার্কিন সৈন্যরা। এতে অন্তত ৪০ জন নিহত হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। শুক্রবার এমনটাই জানিয়েছেন ওই শহরটির মেয়র। খবর-নিউইয়র্ক টাইমস।
শুক্রবার যুক্তরাষ্ট্রের জঙ্গি বিমানগুলো লিবিয়ার আইএস শিবিরগুলো লক্ষ্য করে এ হামলা চালায়। এক পশ্চিমা কর্মকর্তা সিএনএন কে একথা জানিয়েছেন।
ওই বিমান হামলা মূলত শহরের কাসর তালিল এলাকার ওপর চালানো হয়। এতে ৪০ জন নিহত হওয়া ছাড়াও আহত হয়েছেন আরও ৬ জন।
সবরাথা শহরটি তিউনিসিয়া সীমান্তের কাছে। আর এ এলাকার কিছু অংশে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের উপস্থিতি থাকার কথাও জানিয়েছেন পশ্চিমা কর্মকর্তারা।
১৯ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/জেএম/আরএম