শুক্রবার, ০১ নভেম্বর, ২০২৪, ০৯:৪২:১৫

এবার তিনটি নতুন ফিচারের ফোন আনলো নোকিয়া

 এবার তিনটি নতুন ফিচারের ফোন আনলো নোকিয়া

আন্তর্জাতিক ডেস্ক: স্মার্টফোনের জগতে নোকিয়া তেমন মাথা তুলে না দাঁড়াতে পারলেও, ফিচার ফোনের দিক থেকে তালিকায় প্রথমেই এর নাম রয়েছে। বর্তমানে তিনটি নতুন ফিচার ফোন এনে হাজির করেছে কোম্পানিটি। তিনটি ফোনেই তাক লাগানো ফিচার ও স্পেসিফিকেশন রয়েছে।

নোকিয়া ১০৫ সিঙ্গেল সিম
ফোনটির দাম রাখা হয়েছে ১৫৯৯ টাকা। এতেও ২৩% ছাড় দেওয়া হয়েছে। তারপরে ফোনটি কিনতে এত টাকা লাগবে না। ১২১৯ টাকাতেই পাওয়া যাবে। এছাড়াও এতে অনেক ব্যাঙ্ক ডিসকাউন্টও পাওয়া যাচ্ছে। কোম্পানির তরফ থেকে ১ বছরের ওয়ারেন্টিও পাওয়া যাচ্ছে।

নোকিয়া ১৩০ মিউজিক ডুয়াল সিম
এই ফোনের ডিসপ্লে অনেকটা বড়। এই কারণেই ফোনটি বাকি দু’টি ফোনের থেকে এগিয়ে। এছাড়াও এতে রয়েছে দুর্দান্ত সব ফিচার। কোম্পানিটি এতে দুর্দান্ত সব ফিচার দিয়েছে। এতে কোম্পানির পক্ষ থেকে ১ বছরের ওয়ারেন্টি দেওয়া হচ্ছে। ব্যাটারি ব্যাকআপও অনেকটাই বেশি।

নোকিয়া ১০৫ ডিএস
এই ফোনটিকে অনেকগুলো রঙে বাজারে আনা হয়েছে। তবে খুব বেশি ফিচার এতে পাওয়া যাবে না। যদি কল ও বিভিন্ন দরকারি কাজে ফোনটিকে ব্যবহার করা হয়, তাহলে এতে সমস্ত ফিচারই পাওয়া যাবে। ফোনে ৩.৫এমএম এর হেডফোন জ্যাক দেওয়া হয়েছে। ফোনের সঙ্গে যে কোনও হ্যাডফোন কানেক্ট করা যেতে পারে। এতে এফএম রেডিও, এমপি৩ প্লেয়ার, এলইডি ফ্ল্যাশ লাইট এর সুবিধা পাওয়া যাবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে