আন্তর্জাতিক ডেস্ক : ঘটনার সূত্রপাত মিসরে। ভালো করে বললে মিসরের একটি টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানে। ওই অনুষ্ঠানে এক অতিথি কথা বলতে বলতেই বলে বসেন, মিসরের অন্তত ৩০ শতাংশ মহিলাই পরকীয়ায় জড়িত!
এরপরই বিতর্কের আগুনে দাউদাউ করে জ্বলে ওঠে পিরামিডের দেশে। আপাতত দিন ১৫-এরর জন্য বন্ধ রয়েছে ওই টেলিভিশন অনুষ্ঠান। কিন্তু প্রশ্নটা বিশ্বের মানুষের কাছে উঠে এসেছে, তাহলো স্বামী না স্ত্রী, কে বেশি ঠকায়!
এ বিষয়ে করা বিভিন্ন সমীক্ষার ওপর চোখ বোলালে দেখা যাচ্ছে, অন্তত পশ্চিমের দেশগুলোতে স্বামীরা স্ত্রীদের অনেক বেশি ঠকায়। আমেরিকা, ইংল্যান্ড কিংবা ফ্রান্স সব দেশেই এ বিষয়ে অঙ্কটা একই রকম। ২০০৬ সালে ইংল্যান্ডে একটি সমীক্ষা করে দেখা যায়, সেখানে স্ত্রীদের লুকিয়ে তাদের স্বামীরা পরকীয়া করেন নারীদের থেকে দ্বিগুণ।
অন্যদিকে ২০০০ সালে আমেরিকাতে আরেকটি সমীক্ষা করা হয় পরকীয়ার বিষয়েই। সেখানে ৯ শতাংশ মহিলা স্বীকার করেন যে, তারা তাদের স্বামীদের লুকিয়ে পরকীয়া করেন।
উল্টোদিকে একই সমীক্ষায় ১৫ শতাং পুরুষ স্বীকার করেন, তারা তাদের স্ত্রীকে লুকিয়ে অন্য প্রেমে মজেছেন। প্রতিবেদনে এতসব পড়ার পর আপনার কী মনে হচ্ছে?
১৯ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম