আন্তর্জাতিক ডেস্ক: 4 নভেম্বর চীনে Realme GT 7 Pro স্মার্টফোনটি লঞ্চ করা হবে। এই ফোনটিতে নতুন ফ্ল্যাগশিপ কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 এলিট চিপসেট দেওয়া হবে। সম্প্রতি গীকবেঞ্চ এবং TENAA সার্টিফিকেশন ওয়েবসাইটে আপকামিং ফোনটি লিস্টেড হয়েছিল।
এবার লঞ্চের আগেই ফোনের দাম প্রকাশ্যে এসেছে। একইসঙ্গে লিস্টিঙের মাধ্যমে স্পেসিফিকেশন সম্পর্কেও জানা গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক আপকামিং Realme GT সিরিজের ফোনের সম্ভাব্য দাম এবং ফিচার ডিটেইলস সম্পর্কে।
লঞ্চের আগেই একটি অনলাইন স্টোরের মাধ্যমে Realme GT 7 Pro ফোনটির দাম সম্পর্কে জানা গেছে। অনলাইন রিটেলারের মাধ্যমে লিক হওয়া ইমেজ অনুযায়ী Realme GT 7 Pro ফোনটির দাম CNY 3,999 (অর্থাৎ প্রায় 47,100 টাকা) রাখা হতে পারে। এটি সম্ভবত বেস মডেলের দাম হতে পারে।
2023 সালের ডিসেম্বর মাসে লঞ্চ হওয়া Realme GT 5 Pro ফোনের দাম CNY 3,399 (অর্থাৎ প্রায় 40,000 টাকা) রাখা হয়েছিল।
ফোনটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 এলিট চিপসেট এবং নতুন স্যামসাঙ ইকো 2 OLED ডিসপ্লে ও লেটেস্ট স্পেসিফিকেশন থাকার জন্য দাম এতটা বেশি হতে পারে।
ভারতীয় টিপস্টার যোগেশ ব্রার আপকামিং ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে তথ্য শেয়ার করেছে। নিচে লিক হওয়া স্পেসিফিকেশন সম্পর্কে আলোচনা করা হল।
ডিসপ্লে
টিপস্টার অনুযায়ী Realme GT 7 Pro ফোনটিতে 6.78 ইঞ্চির এমোলেড ডিসপ্লে দেওয়া হতে পারে। এই স্ক্রিনে ডলবি ভিসন, HDR10+ সাপোর্ট, 6000 নিটস HDR ব্রাইটনেস, 1000 নিটস লোকাল ব্রাইটনেস এবং 2000 নিটস গ্লোবাল ম্যক্সিমাম ব্রাইটনেস সহ 8T LTPO Samsung Eco2 প্যানেল থাকতে পারে।
চিপসেট
সম্প্রতি ভারতীয় এবং চীনে Snapdragon 8 Elite চিপসেট সহ স্মার্টফোন লঞ্চ করা হবে। এতে 4.32GHz টপ স্পীড এবং 3.53GHz বেস স্পীড পাওয়া যাবে।
স্টোরেজ
লিক অনুযায়ী Realme GT 7 Pro স্মার্টফোনটি Snapdragon 8 Elite চিপসেট সহ 16GB পর্যন্ত RAM এবং 512GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ দেওয়া হতে পারে।
ব্যাটারি
টিপস্টার অনুযায়ী Realme GT 7 Pro ফোনটিতে 120W ফাস্ট চার্জিং সাপোর্টেড 6,500mAh ব্যাটারি দেওয়া হতে পারে। তবে লিস্টিঙে ফোনটি 100ওয়াট চার্জিং সহ দেখা গিয়েছিল।
ক্যামেরা
Realme GT 7 Pro ফোনটিতে 50MP প্রাইমারি, 8MP আল্ট্রা ওয়াইড এবং 50MP (3x অপ্টিক্যাল জুম) টেলিফটো ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হতে পারে। একইভাবে ফোনটির ফ্রন্টে 16MP ক্যামেরা যোগ করা হতে পারে।