রবিবার, ০৩ নভেম্বর, ২০২৪, ০৮:১৭:৩৫

টেকনো তাদের দুটি ফোল্ডেবল স্মার্টফোন গ্লোবাল মার্কেটে লঞ্চ করেছে

টেকনো তাদের দুটি ফোল্ডেবল স্মার্টফোন গ্লোবাল মার্কেটে লঞ্চ করেছে

আন্তর্জাতিক ডেস্ক: টেকনো তাদের দুটি ফোল্ডেবল স্মার্টফোন গ্লোবাল মার্কেটে লঞ্চ করেছে। এই ফোনদুটি Tecno Phantom V Flip 2 এবং Tecno Phantom V Fold 2 নামে পেশ করেছে। এর মধ্যে একটি বুক স্টাইল ফোল্ডেবল এবং অন্যটি ফ্লিপ স্মার্টফোন। এই স্মার্টফোন দুটি আগের থেকে আরও বেশি আকর্ষণীয়। এই ফোনগুলিতে AI ফিচার রয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক ফোনগুলির সমস্ত ফিচার এবং দাম সম্পর্কে।

Tecno Phantom V Fold 2 এর ডিজাইন : Tecno Phantom V Fold 2 স্মার্টফোনটি ব্লু এবং কাস্ট গ্রিন দুটি কালার অপশনে লঞ্চ করা হয়েছে। এই স্মার্টফোনটির ব্যাক কভারটি মার্বেল প্যাটার্ন সহ ফাইবারগ্লাস এবং প্লিটেড লেদার টেক্সচার দিয়ে তৈরি। ফোনের ব্যাক প্যানেলে ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে। এই সেটআপে একটি নির্দিষ্ট ক্যামেরা আইল্যান্ডে রয়েছে এবং এটি উপরের দিকে রাখা হয়েছে। তবে ফোনটিতে প্রাইমারি এবং কভার দুটি ডিসপ্লে বেশ পাতলা বেজেল এবং হিঞ্জটিও খুবই পাতলা দেওয়া হয়েছে।

Tecno Phantom V Fold 2 এর স্পেসিফিকেশন : ডিসপ্লে: Tecno Phantom V Fold 2 স্মার্টফোনটিতে 120Hz রিফ্রেশ রেটযুক্ত 7.85-ইঞ্চির LTPO এমোলেড প্রাইমারি ডিসপ্লে রয়েছে। তবে 6.45 কভার ডিসপ্লে দেওয়া হয়েছে। এতেও LTPO এমোলেড ডিসপ্লে যোগ করা হয়েছে।

প্রসেসর: প্রসেসিঙের জন্য ফোনটিতে 4nm-ক্লাস TSMC N4 প্রোডাকশন টেকনোলজি এবং 3.2 GHz পর্যন্ত ক্লক স্পীডযুক্ত MediaTek Dimensity 9000+ প্রসেসর দেওয়া হয়েছে।

স্টোরেজ: কোম্পানির পক্ষ থেকে এই ফ্ল্যাগশিপ বুক স্টাইল ফোল্ডেবল স্মার্টফোনটিতে 12GB RAM এবং 512GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য ফোনটির ব্যাক প্যানেলে ট্রিপল 50 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। এই সেটআপে OIS ফিচারযুক্ত 50 মেগাপিক্সেল প্রাইমারি ওমনিভিশন 1/1.3-ইঞ্চির এবং 1.2um পিক্সেল সাইজ ও 2x অপ্টিকল জুম এবং 20x ডিজিটাল জুম লেন্স সহ 50 মেগাপিক্সেল পোট্রেট ক্যামেরা এবং 114-ডিগ্রী FoV 50 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা দেওয়া হয়েছে। অন্যদিকে সেলফি তোলার জন্য দুটি 32 মেগাপিক্সেল ক্যামেরা যোগ করা হয়েছে।

ব্যাটারি: Tecno Phantom V Fold 2 স্মার্টফোনটিতে 70W ওয়্যার চার্জিং এবং 15W ওয়্যারলেস চার্জিং সাপোর্টেড 5,750mAh ব্যাটারি দেওয়া হয়েছে।

অন্যান্য: এই ফোনটিতে বিভিন্ন ফোল্ডেবল ফিচার রয়েছে। এতে বিভিন্ন AI ক্যামেরা এবং অন্যান্য ফিচার যোগ করা হয়েছে।

ওজন এবং ডায়মেনশন: Tecno Phantom V Fold 2 স্মার্টফোনটির 159 x 160.35 x 5.52 মিমি এবং ফোল্ড হওয়ার পর 159 x 72.16 x 11.78 মিমি। তবে ওজন 249 গ্রাম।

Tecno Phantom V Flip 2 এর স্পেসিফিকেশন : ডিসপ্লে: Tecno Phantom V Flip 2 স্মার্টফোনটির ব্যাক প্যানেলে 3.64 ইঞ্চির বড়ো প্যানেল দেওয়া হয়েছে। এটি ক্যামেরার চারদিকে রয়েছে। তবে ফোনটিতে প্রাইমারি ডিসপ্লে 6.9 ইঞ্চির রাখা হয়েছে। এই স্ক্রিনে LTPO এমোলেড প্যানেল এবং ফুলএইচডি + রেজোলিউশন, 120Hz রিফ্রেশ রেট এবং 2,160Hz PWM ডিমিং সাপোর্ট করে।

প্রসেসর: প্রসেসিঙের জন্য Tecno Phantom V Flip2 ফোনটিতে 6nm ফেব্রিকেশনে তৈরি 2.6GHz হাই ক্লক স্পীডযুক্ত MediaTek Dimensity 8020 চিপসেট দেওয়া হয়েছে।

স্টোরেজ: এই ফোনটিতে 8GB RAM এবং 256GB ইন্টারনাল স্পেস সহ লঞ্চ করা হয়েছে।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য Tecno Phantom V Flip2 ফোনটিতে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা সহ 50 মেগাপিক্সেল আলট্রাওয়াইড ক্যামেরা দেওয়া হয়েছে। অন্যদিকে সেলফির জন্য 32 মেগাপিক্সেল ক্যামেরা যোগ করা হয়েছে।

ব্যাটারি: এই ফোনটিতে 70W ওয়্যার চার্জিং সাপোর্টেড 4,720mAh ব্যাটারি দেওয়া হয়েছে।

ওজন এবং ডায়মেনশন: এই ফোনটি খোলার পর 170.74 x 73.4 x 7.64 মিমি এবং বন্ধ করলে 87.8 x 73.4 x 16.04 মিমি হয়। এই ফোনটির ওজন 196 গ্রাম।

কালার: Tecno Phantom V Flip2 ফোনটি মুনডাস্ট গ্রে এবং ট্রেভারটিন গ্রিন এর মতো দুটি কালার অপশনে লঞ্চ করা হয়েছে।

Phantom V Fold 2 এবং Phantom V Flip 2 এর দাম এবং সেল : Tecno Phantom V Fold 2 ফোনটির দাম 1,099 ডলার অর্থাৎ প্রায় 93 হাজার টাকা দাম রাখা হয়েছে। Tecno Phantom V Flip 2 ফোনটির দাম 699 ডলার অর্থাৎ প্রায় 58 হাজার টাকা দাম রাখা হয়েছে। এখনও পর্যন্ত শুধুমাত্র Tecno Phantom V Fold 2 এবং Tecno Phantom V Flip 2 ফোন দুটি আফ্রিকা, দক্ষিণ-পূর্ব এশিয়া, মধ্য প্রাচ্য, ল্যাটিন আমেরিকা সহ অন্যান্য দেশে সেল করা হবে। আগামী 23 সেপ্টেম্বর প্রথম আফ্রিকায় সেল শুরু হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে