আন্তর্জাতিক ডেস্ক: ভয়াবহ বায়ুদূষণের কারণে পাকিস্তানের লাহোরের কর্তৃপক্ষ এক সপ্তাহের জন্য প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করতে বাদ্য হয়েছে। সরকারি কর্মকর্তারা বলেছেন, বায়ুদূষণের সূচক রেকর্ড উচ্চতায় পৌঁছলে আজ সোমবার এই ঘোষণা দেয়। লাহোরে বায়ু-মানের সূচক এক হাজার ছাড়িয়ে গেছে, যা পাকিস্তানে রেকর্ড।
লাহোরের বাতাসে পিএম ২.৫ বা ক্ষুদ্র কণার ঘনত্ব ৪৫০-এর কাছাকাছি পৌঁছেছে, যা বিপজ্জনক বলে বিবেচিত বলে পাঞ্জাব পরিবেশ সুরক্ষা বিভাগ জানিয়েছে।
একটি সরকারি বিজ্ঞপ্তি অনুসারে, দূষণের কারণে স্কুলগুলো এক সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। ১৪ মিলিয়ন লোকের শহর লাহোরের শিশুদের শ্বাস-প্রশ্বাসজনিত এবং অন্যান্য রোগ থেকে রক্ষা করতে এই ঘোষণা একটি বড় প্রচেষ্টার অংশ। সরকার লাহোরে প্রত্যেক বাসিন্দাকে মাস্ক পরার নির্দেশ দিয়েছে। এদিকে সরকার আরো জানিয়েছে, পঞ্চাশ শতাংশ কর্মচারীকে অবশ্যই বাড়িতে থেকে কাজ করতে হবে।
মোটরচালিত রিকশা সীমাবদ্ধ করা ছাড়াও বারবিকিউ নিষিদ্ধ করা হয়েছে। সরকার বিয়ের হলগুলো রাত ১০টার মধ্যে বন্ধ করার নির্দেশ দিয়েছে। এ ছাড়া নির্দিষ্ট এলাকায় নির্মাণকাজ নিষিদ্ধ এবং ধোঁয়া নির্গমনকারী যানবাহনের মালিকদের জরিমানা করা হচ্ছে। দূষণ মোকাবেলায় কৃত্রিম বৃষ্টির ব্যবস্থা করা হতে পারে।
ভারতের সীমান্তবর্তী পূর্ব পাঞ্জাব প্রদেশের রাজধানী লাহোরে গত মাসে বায়ুর মান খারাপ হতে শুরু করার পর থেকে বিষাক্ত ধূসর কুয়াশার কারণে হাজার হাজার মানুষ অসুস্থ হয়ে পড়ে। তাদের মধ্যে বেশির ভাগ শিশু এবং বয়স্ক মানুষ। লাহোর একসময় বাগানের শহর হিসেবে পরিচিত ছিল। কিন্তু দ্রুত নগরায়ণ এবং ক্রমবর্ধমান জনসংখ্যা বৃদ্ধির কারণে সবুজের দেখা কম মেলে। সূত্র : এপি