সোমবার, ০৪ নভেম্বর, ২০২৪, ০২:৫৯:০২

স্টোরেজ ফুল স্মার্টফোনের? কোন ফাইল না মুছেও মিলবে মুক্তি

 স্টোরেজ ফুল স্মার্টফোনের? কোন ফাইল না মুছেও মিলবে মুক্তি

আন্তর্জাতিক ডেস্ক: স্মার্টফোনের স্টোরেজ পূর্ণ হয়ে গেলে, আপনাকে আপনার ফোন থেকে গুরুত্বপূর্ণ ফটো এবং ভিডিও ইত্যাদি মুছে ফেলতে হবে। আজকের এই প্রতিবেদনে গুগলের এমন সেটিংস সম্পর্কে জানাতে চলেছি, যা আপনাকে ফোন স্টোরেজ ভর্তি হওয়ার সমস্যার থেকে বাঁচাতে পারে।

স্মার্টফোন ছাড়া এখন একটা বেলা মানুষ কাটাতে পারেন না। আজকাল যে সকল স্মার্টফোন লঞ্চ হচ্ছে সেগুলিতে কমপক্ষে 128GB/256GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে। তবে, ফোনে গুরুত্বপূর্ণ ফটো, ভিডিও বা ডকুমেন্টের কারণে এই স্টোরেজ কখন পূর্ণ হবে তা আমাদের সকলেরই অজানা। স্টোরেজ ফুল হয়ে গেলে আপনার গুরুত্বপূর্ণ ফাইলগুলি যেমন ঠিকভাবে ওপেন হবে না তেমনই আপনি আপনার ফোনে কোনও নতুন ফাইল ডাউনলোড করতে পারবেন না।

এমন পরিস্থিতি আপনার স্মার্টফোন থেকে গুরুত্বপূর্ণ ফাইল আপনাকে ডিলিট করতে হবে। আজকের এই প্রতিবেদনে আমরা আপনাকে এমন একটি কৌশল সম্পর্কেঞ্জানাতে চলেছি যা আপনাকে ফোন স্টোরেজ ফুল হওয়ার সমস্যা থেকে মুক্তি পেতে সাহায্য করবে। আপনার ব্যক্তিগত ফাইলগুলির পাশাপাশি, অ্যাপ্লিকেশানগুলি অ্যান্ড্রয়েড স্মার্টফোনগুলিতে অনেক জায়গা নেয়। এই অ্যাপগুলিতে ক্রমাগত আপডেটের পরে, ফোনের স্টোরেজ আরও দ্রুত পূর্ণ হয়।

আপনার ফোনে এমন অনেক অ্যাপ ইন্সটল আছে, যেগুলো আপনি দীর্ঘদিন ব্যবহার করেন না এবং সেগুলো আপনার ফোনের অনেকটা স্পেস নষ্ট করে। গুগল অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য এমন এক বিশেষ ফিচার্স এনেছে যার মাধ্যমে আপনি আপনার ফোনের স্টোরেজ পূর্ণ হওয়ার সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। স্বয়ংক্রিয়ভাবে মুছে ফেলতে পারেন।

ফোনে এই সেটিংসে বদল আনুন-

প্রথমে আপনার ফোনে গুগল প্লে স্টোর খুলুন।

এর পরে উপরের বাঁ দিকের কোণে প্রোফাইল আইকনে ক্লিক করুন।

এখানে আপনি অনেক অপশন দেখতে পাবেন, এখানে Settings অপশন সিলেক্ট করুন।
তারপরে উপরের দিকে দৃশ্যমান জেনারেল অপশনে ক্লিক করুন।

এবার এখানে অনেকগুলি বিকল্প দেখতে পাবেন। আপনাকে নীচে স্ক্রোল করতে হবে এবং স্বয়ংক্রিয়ভাবে আর্কাইভ অ্যাপটি চালু করতে হবে।

এটি চালু করার পরে, আপনার ফোনে থাকা অ্যাপগুলি Archive সেকশনে চলে যাবে। যেগুলি আপনি একেবারেই ব্যবহার করেন না। অ্যাপগুলি Archive লিস্টে যাওয়ার পরে, আপনার ফোনের স্টোরেজ খালি হয়ে যাবে এবং আপনাকে আপনার ফোন থেকে কোনও গুরুত্বপূর্ণ নথি আর ডিলিট করতে হবে না।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে