আন্তর্জাতিক ডেস্ক : জনপ্রিয় মার্কিন পডকাস্ট হোস্ট জো রোগান নির্বাচনের প্রাক্কালে আনুষ্ঠানিকভাবে ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন করেছেন যা শেষ মুহুর্তে ট্রাম্পের জন বড় সুখবর।
স্থানীয় সময় সোমবার (৪ নভেম্বর) রোগান তার সর্বশেষ পডকাস্ট প্রকাশ করেছেন, যেখানে বিলিয়নিয়ার ইলন মাস্কের সঙ্গে আড়াই ঘণ্টার সাক্ষাত্কার রয়েছে। তখনই এক এক্স-বার্তায় ট্রাম্পকে সমর্থনের কথা জানান তিনি।
রোগান এক্স-এ পোস্ট করছেন, ‘আমার মনে হয়, ইলন মাস্ক ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে এ যাবৎকালের সবচেয়ে বিশ্বাসযোগ্য যুক্তিগুলো তুলে ধরেছেন। আমি তার প্রতিটি কথার সঙ্গে একমত। জানিয়ে রাখছি, হ্যাঁ, আমি ট্রাম্পকে সমর্থন করছি। পডকাস্টটি উপভোগ করুন।’
রোগান সম্প্রতি ‘দ্য জো রোগান এক্সপেরিয়েন্স’-এ ট্রাম্পের সাক্ষাত্কার নেন। এর কয়েক সপ্তাহ পরেই ট্রাম্পকে সমর্থনের কথা বললেন তিনি। যদিও তিনি এর আগে ট্রাম্পকে খুব একটা পছন করতেন না।
এদিকে, রোগানের সমর্থন পেয়ে ট্রাম্প বলেছেন, জো রোগান আমাকে সমর্থন করেছে, এটি দুর্দান্ত। ধন্যবাদ, জো। খুব সুন্দর লাগছে।