বুধবার, ০৬ নভেম্বর, ২০২৪, ০৮:২৭:৪০

ফলাফল আসা শুরু: বিপুল এগিয়ে যিনি

ফলাফল আসা শুরু: বিপুল এগিয়ে যিনি

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল আসা শুরু হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার (৫ নভেম্বর) দেশটিতে প্রেসিডেন্ট, সিনেট ও হাউজ অব রিপ্রেজেনটেটিভসহ অন্যান্য নির্বাচন হয়।

বার্তাসংস্থা এপি জানিয়েছে, কেন্টাকি ও ইন্ডিয়ানা অঙ্গরাজ্যে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের জয় হয়েছে। অপরদিকে ভার্মন্টে জিতেছেন ডেমোক্র্যাটিক পার্টির কমালা হ্যারিস।

ইন্ডিয়ানা ও কেন্টাকিতে জয়ের মাধ্যমে ট্রাম্প যথাক্রমে ১১ ও ৮টি অর্থাৎ ১৯টি ইলেক্টোরাল ভোট পেয়েছেন। অপরদিকে ভার্মন্টে জয়ের মাধ্যমে তিনটি ইলেক্টোরাল ভোট নিজের ঝুঁলিতে নিয়েছেন কমালা হ্যারিস। 

কেন্টাকি, ইন্ডিয়াতে রিপাবলিকান পার্টির ট্রাম্পের জয় আগে থেকেই অনুমেয় ছিল। অপরদিকে ভার্মন্টে ডেমোক্র্যাটিক পার্টির কমালা হ্যারিস জিতবেন সেটিও আগে ধারণা করা হয়েছিল। কারণ কেন্টাকি-ইন্ডিয়ানা রিপাবলিকান এবং ভার্মন্ট ডেমোক্র্যাটিকদের পুরোনো ঘাঁটি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে