বুধবার, ০৬ নভেম্বর, ২০২৪, ১১:৩৭:২৫

ব্যবধান কমিয়ে ট্রাম্পের কাছাকাছি কমলা, হাড্ডাহাড্ডি লড়াইয়ের দিকে

ব্যবধান কমিয়ে ট্রাম্পের কাছাকাছি কমলা, হাড্ডাহাড্ডি লড়াইয়ের দিকে

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের ঘাড়ে নিঃশ্বাস ফেলতে শুরু করেছেন ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিস। শুরুর দিকের তুলনায় ব্যবধান অনেকটাই কমিয়েছেন কমলা। ফলে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে মার্কিন নির্বাচনে।  

আল-জাজিরার তথ্য অনুযায়ী বাংলাদেশ সময় বুধবার (৬ নভেম্বর) বেলা সোয়া ১১টা পর্যন্ত ডোনাল্ড ট্রাম্পের ইলেকটোরাল কলেজ ভোটের সংখ্যা ২৩০টি। অপরদিকে ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিস পেয়েছেন ২১০ ভোট। 

কমলা হ্যারিস-ডোনাল্ড ট্রাম্প ছাড়াও মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে গ্রিন পার্টির জিল স্টেইন, লিবারটারিয়ান পার্টির চেইস অলিভার, স্বতন্ত্র প্রার্থী রবার্ট এফ. কেনেডি জুনিয়র ও করনেল ওয়েস্ট (স্বতন্ত্র) প্রতিদ্বন্দ্বিতা করছেন।

চরম উত্তেজনার এই নির্বাচনের ফলাফল পেতে দেরি হওয়ার কথা আগেই জানিয়েছেন নির্বাচন কর্মকর্তারা। এ নিয়ে মার্কিন নাগরিকদের পাশাপাশি উদ্বিগ্ন পুরো বিশ্ব। 

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যে মোট ৫৩৮টি ইলেকটোরাল কলেজ ভোট রয়েছে। এর মধ্যে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্য প্রয়োজন হয় অন্তত ২৭০টি ভোট।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে