আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের খুব কাছাকাছি আছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশ সময় বুধবার (৬ নভেম্বর) দুপুর সোয়া একটা পর্যন্ত তিনি পেয়েছেন ২৬৬ ইলেকটোরাল ভোট।
দ্বিতীয়বারের মতো মার্কিন প্রেসিডেন্ট হতে আর মাত্র চার ভোট দরকার তার। যেসব রাজ্যের ফলাফল বাকি আছেও সেগুলোর বেশ কয়েকটিতে এগিয়ে আছেন তিনি। ফলে ট্রাম্পই যে দ্বিতীয়বারের মতো মার্কিন প্রেসিডেন্ট হচ্ছেন তা অনেকটাই স্পষ্ট হয়ে গেছে।
সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এখন পর্যন্ত ২৬৬ ইলেকটোরাল ভোট পেয়ে হোয়াইট হাউজ দখলের দ্বারপ্রান্তে আছেন। প্রেসিডেন্ট নির্বাচিত হতে তার দরকার আর মাত্র চার ভোট। অন্যদিকে ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিস পেয়েছেন ১৯৪ ইলেকটোরাল ভোট। খবর সিএনএনের। দোদুল্যমান বাকি অঙ্গরাজ্যগুলোতেও এগিয়ে রয়েছেন রিপাবলিকান প্রার্থী।
এদিকে নিউইয়র্ক টাইমসের পূর্বাভাসে বলা হয়েছে, ট্রাম্প ৩০১টি ইলেকটোরাল কলেজ ভোট এবং কমলা ২৩৭টি ইলেকটোরাল কলেজ ভোট পেতে পারেন।
এদিকে ট্রাম্পের জয়ের সুবাতাস পেয়েই উল্লাসে ফেটে পড়েছেন রিপাবলিকান সমর্থকরা। এরই মধ্যে রাস্তায় নেমে উল্লাস শুরু করেছেন তারা। বিভিন্ন রাজ্যে ট্রাম্প সমর্থকদের আনন্দ উল্লাসের ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে। কেউ ট্রাম্পের নির্বাচনী প্রচারণার স্লোগান ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’, সংক্ষেপে ‘মাগা’ লেখা টুপি পরেছেন। কেউ আবার আমেরিকার পতাকা গায়ে জড়িয়েছেন।
প্রেসিডেন্ট নির্বাচন করতে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার (৫ নভেম্বর) সকাল থেকে রাত পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে দেশটির ৫০টি অঙ্গরাজ্যে।