আন্তর্জাতিক ডেস্ক: প্রথমবারের মতো ইতিহাস সৃষ্টি করে রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হতে যাচ্ছেন। ডেমোক্র্যাট কমলা হ্যারিসের সঙ্গে এ প্রতিদ্বন্দ্বিতায় শুরু থেকেই উত্তেজনা বিরাজ করছিল। তবে রাতে প্রকাশিত ফলাফলে দেখা যায়, ট্রাম্প জয়ের জন্য প্রয়োজনীয় ভোট নিশ্চিত করেছেন।
ট্রাম্প হবেন গত ১৩০ বছরের মধ্যে প্রথম সাবেক প্রেসিডেন্ট, যিনি ফের ক্ষমতায় ফিরছেন। একই সঙ্গে ৭৮ বছর বয়সে তিনি হচ্ছেন প্রেসিডেন্ট হিসেবে সর্বকালের সবচেয়ে বয়স্ক নির্বাচিত ব্যক্তি।
চূড়ান্ত ফল কবে নিশ্চিত হবে?
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও যুক্তরাজ্যের কিয়ার স্টারমারের মতো বিশ্বনেতারা ট্রাম্পকে ইতিমধ্যে অভিনন্দন জানিয়েছেন। তবে এখনো আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত ফলাফল নিশ্চিত হয়নি। কয়েকটি গুরুত্বপূর্ণ সুইং স্টেটে ফল নিয়ে অনিশ্চয়তার আশঙ্কা ছিল।
কিন্তু নর্থ ক্যারোলাইনা, জর্জিয়া, পেনসিলভানিয়া ও উইসকনসিনে প্রত্যাশার চেয়ে দ্রুত জয় লাভ এবং অন্যান্য রিপাবলিকান রাজ্যে জয় পাওয়ার মাধ্যমে ট্রাম্প প্রয়োজনীয় ২৭০ ইলেকটোরাল ভোট নিশ্চিত করেছেন।
বিবিসির মার্কিন অংশীদার সিবিএস স্থানীয় সময় ভোর সাড়ে ৫টার পরপরই ট্রাম্পকে মোট ভোটের ভিত্তিতে বিজয়ী হিসেবে ঘোষণা করে। তবে প্রতিটি অঙ্গরাজ্যে বিস্তারিত ফলাফল নিশ্চিত করতে কয়েক দিন বা কয়েক সপ্তাহও লাগতে পারে।
ট্রাম্প কি এখন প্রেসিডেন্ট?
না।
ট্রাম্প এখন প্রেসিডেন্ট-ইলেক্ট এবং জে ডি ভ্যান্স ভাইস প্রেসিডেন্ট-ইলেক্ট। ট্রাম্পের অভিষেক অনুষ্ঠান হবে আগামী বছরের ২০ জানুয়ারি ২০২৫। সেই অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে ক্ষমতার দায়িত্ব গ্রহণ করবেন।
নির্বাচনের দিন থেকে অভিষেকের মধ্যে কী ঘটে?
সব বৈধ ভোট চূড়ান্ত গণনার মধ্যে অন্তর্ভুক্ত হওয়ার পরই ইলেকটোরাল কলেজের মাধ্যমে নির্বাচনী ফলাফল নিশ্চিত হয়।
প্রতিটি অঙ্গরাজ্যে নির্দিষ্টসংখ্যক ইলেকটোরাল কলেজ ভোট বরাদ্দ থাকে এবং এগুলোই মূলত প্রেসিডেন্ট নির্বাচনের মূল চাবিকাঠি।
সাধারণত প্রতিটি অঙ্গরাজ্য তাদের ইলেকটোরাল কলেজের সব ভোট পপুলার ভোটের বিজয়ীকে প্রদান করে, যা ১৭ ডিসেম্বরের বৈঠকে নিশ্চিত হবে।
এরপর নতুন মার্কিন কংগ্রেস ৬ জানুয়ারিতে একত্র হয়ে ইলেকটোরাল কলেজের ভোট গণনা করবে এবং নতুন প্রেসিডেন্ট নিশ্চিত করবে। কংগ্রেসের এই বৈঠকই হলো সেই অনুষ্ঠান, যা ২০২১ সালে ট্রাম্পের সমর্থকরা ব্যাহত করার চেষ্টা করেছিল, যখন তিনি জো বাইডেনের কাছে পরাজয় মেনে নিতে অস্বীকৃতি জানান।
এখন প্রেসিডেন্ট-ইলেক্ট ও ভাইস প্রেসিডেন্ট-ইলেক্ট কী করবেন?
প্রেসিডেন্ট-ইলেক্ট ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট-ইলেক্ট জে ডি ভ্যান্স তাদের ট্রানজিশন টিমের সঙ্গে মিলিত হয়ে বর্তমান প্রেসিডেন্ট বাইডেনের প্রশাসনের কাছ থেকে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া শুরু করবেন।
তারা তাদের নীতিগত অগ্রাধিকার নির্ধারণ করবেন, নতুন প্রশাসনের গুরুত্বপূর্ণ পদগুলোর জন্য প্রার্থীদের যাচাই করবেন এবং সরকারের কার্যক্রম গ্রহণের জন্য প্রস্তুতি নেবেন। ট্রাম্প ও তার টিম জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সংবেদনশীল ব্রিফিং পাওয়া শুরু করবে, যাতে বর্তমান হুমকি ও সামরিক কার্যক্রম অন্তর্ভুক্ত থাকবে।
প্রেসিডেন্ট-ইলেক্ট ও ভাইস প্রেসিডেন্ট-ইলেক্ট বাধ্যতামূলকভাবে মার্কিন সিক্রেট সার্ভিসের নিরাপত্তা সেবা পান।
সাধারণত বিদায়ি প্রেসিডেন্ট নবনির্বাচিত প্রেসিডেন্টকে নির্বাচনের পর হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়ে থাকেন। এ ছাড়া তারা অভিষেক অনুষ্ঠানে যোগ দেন, যা শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের প্রতীক। তবে ২০২০ সালে ট্রাম্প এই অনুষ্ঠান বয়কট করেছিলেন। তিনি রোনাল্ড রিগানের শুরু করা ঐতিহ্য অনুসারে ওভাল অফিসে তার উত্তরসূরির জন্য একটি হাতে লেখা চিঠি রেখে যান।
তখন প্রেসিডেন্ট বাইডেন সাংবাদিকদের বলেন, তার পূর্বসূরির রেখে যাওয়া চিঠিটি ছিল ‘খুবই উদার’। অভিষেকের পর নতুন প্রেসিডেন্ট তাৎক্ষণিকভাবে তার কাজ শুরু করেন। সূত্র : বিবিসি