বুধবার, ০৬ নভেম্বর, ২০২৪, ১১:৪২:৩২

জয়ের পরপরই যে ঘোষণা দিলেন ডোনাল্ড ট্রাম্প

জয়ের পরপরই যে ঘোষণা দিলেন ডোনাল্ড ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: দ্বিতীয়বার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েই রাষ্ট্র ব্যবস্থায় ব্যাপক সংস্কারের ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। বিজয়ী ভাষণে তিনি বলেন, যুক্তরাষ্ট্র বর্তমানে নানা সমস্যায় জর্জরিত। আমরা সেগুলো সংস্কার করব।

মঙ্গলবার (৫ নভেম্বর) দিবাগত রাতে ফ্লোরিডায় রিপাবলিকান প্রচারণা শিবিরের সদর দফতরে বিজয়ী ভাষণ দেন সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

যুক্তরাষ্ট্রের ৬০তম নির্বাচনে ক্ষমতাসীন ডেমোক্রেটিক প্রার্থী বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে হারিয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনে জয়ের পর মঙ্গলবার (৫ নভেম্বর) দিবাগত রাতে ফ্লোরিডায় রিপাবলিকান প্রচারণা শিবিরের সদর দফতরে বিজয়ী ভাষণ দেন তিনি।

 ভাষণে জয়ের জন্য মার্কিন নাগরিকদের ধন্যবাদ জানান ট্রাম্প। বিশেষ করে দোদুল্যমান তথা মূল প্রতিযোগিতাপূর্ণ রাজ্যগুলোর ভোটারদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। বলেন, ‘আমি মার্কিন জনগণকে ধন্যবাদ জানাতে চাই। আমি আপনার জন্য, আপনার পরিবার এবং আপনাদের ভবিষ্যতের জন্য লড়াই করব।

এরপর প্রেসিডেন্ট হিসেবে নিজের ও সমর্থকদের পরিবারের সন্তানদের জন্য সর্বস্ব দিয়ে লড়াই করার প্রতিশ্রুতি দেন নতুন প্রেসিডেন্ট ট্রাম্প। এ জয়কে ঐতিহাসিক বলে দাবি করে তিনি বলেন, এই অবিশ্বাস্য আন্দোলনে হাজার হাজার বন্ধু আমাদের পাশে ছিল। এটি এমন একটি আন্দোলন যা আগে কেউ দেখেনি। সত্যি বলতে, এটা ছিল সর্বকালের সর্বশ্রেষ্ঠ রাজনৈতিক আন্দোলন, আমি বিশ্বাস করি, যা যুক্তরাষ্ট্রে এর আগে কখনও হয়নি।

এরপরই যুক্তরাষ্ট্রকে নতুন করে ব্যাপক সংস্কারের প্রতিশ্রুতি দেন। বলেন, সমস্যায় জর্জরিত যুক্তরাষ্ট্রের সকল খাতকে ঢেলে সাজাবেন তিনি। তার কথায়, ‘আমরা আমাদের অসুস্থ দেশকে সুস্থ করে তুলব। আমি আমাদের দেশকে সর্বস্ব সাহায্য করব। বর্তমানে যুক্তরাষ্ট্রের সাহায্যের খুব প্রয়োজন। আমরা আমাদের সীমান্তের সমস্যার সমাধান করব। আমরা আমাদের দেশের সবকিছু সংস্কার করব।’

 ভাষণের এক পর্যায়ে রানিংমেট জেডি ভান্সকে যুক্তরাষ্ট্রের নতুন ভাইস প্রেসিডেন্ট হিসেবে পরিচয় করিয়ে দেন ট্রাম্প। এ সময় আবেগাপ্লুত হয়ে যান জেডি ভান্স। 

ডায়াসে স্বল্প সময়ের জন্য কথাও বলেন তিনি। বলেন, ‘আমরা মনে হয় যুক্তরাষ্ট্রের ইতিহাসের অন্যতম সেরা প্রত্যাবর্তনের সাক্ষী হলাম। ট্রাম্পের নেতৃত্ব আমরা আপনাদের জন্য লড়াই করব। আপনাদের স্বপ্নের জন্য লড়াই করব।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে