শনিবার, ২০ ফেব্রুয়ারী, ২০১৬, ০৩:০৭:৫০

পাকিস্তানে ৩২৪জনের ফাঁসি কার্যকর

পাকিস্তানে ৩২৪জনের ফাঁসি কার্যকর

আন্তর্জাতিক ডেস্ক : মৃত্যুদণ্ড কার্যকর করার তালিকায় বিশ্বের মধ্যে তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তান। গেল বছর এ দেশটিতে সাজাপ্রাপ্ত মোট ৩২৪জনের ফাঁসি কার্যকর করা হয়েছে। এদের মধ্যে কেউেই জঙ্গি গোষ্ঠি বা সন্ত্রাসী হামলার সঙ্গে সম্পৃক্ত ছিল না। খবর রয়টার্স

জানা গেছে, পেশোয়ারে সেনাবাহিনী পরিচালিত একটি স্কুলে তালেবান হামলার ঘটনায় ১৩৪ জন ছাত্র ও ১৯ জন বয়স্ক মানুষ নিহত হয়েছি। এটি ছিল এদিকে ২০১৪ সালের শেষ সময়কার ঘটনা। এ ঘটনার পর মৃত্যুদণ্ডের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছিল পাকিস্তান সরকার।

তবে ওই ঘটনার পর থেকে এখন পর্যন্ত সে দেশটিতে ৩৫১ জনকে ফাঁসিতে ঝোলান হয়েছে। এদের মধ্যে মাত্র ৩৯ জন জঙ্গি গোষ্ঠীর সদস্য বা সন্ত্রাসী হামলার দায়ে অভিযুক্ত হয়েছিলেন। একটি আন্তর্জাতিক মানবাধিকার গোষ্ঠী ও ‘জাস্টিজ প্রজেক্ট পাকিস্তান’র বরাত দিয়ে জানিয়েছে রয়টার্স।

ওই প্রতিবেদনে বলা হয়েছে ২০১৫ সালে দেশটিতে মোট ৩২৪ জনকে ফাঁসিতে ঝোলান হয়েছে। সমীক্ষায় দেখে গেছে মৃত্যুদণ্ড কার্যকরের দিক দিয়ে বিশ্বে পাকিস্তানের অবস্থান তিন নম্বরে। এ দিক দিয়ে বিশ্বের শীর্ষ দুটি দেশ হচ্ছে যথাক্রমে চীন ও ইরান।
২০ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে