অন্তর্জাতিক ডেস্ক: রানি ভিক্টোরিয়াকে টপকে রেকর্ড গড়তে চলেছেন রানি দ্বিতীয় এলিজাবেথ। আর মাত্র তিন দিন পরই এই অভিনব রেকর্ডের মালিক হতে যাচ্ছেন তিনি। দীর্ঘ রাজত্বকালের সুবাদে রানি ভিক্টোরিয়াকে পেছনে ফেলে এই রেকর্ডটি গড়তে চলেছেন ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ।
প্রয়াত রানি ভিক্টোরিয়ার রাজত্বকাল শুরু হয় ১৮৭৩ সালের ২০ জুন থেকে এবং শেষ হয় ১৯০১ সালের জানুয়ারিতে। মোট ৬৩ বছর ২১৬ দিন তিনি সিংহাসনে বসে শাসন কার্য পরিচালনা করেছিলেন।
রানি দ্বিতীয় এলিজাবেথ ব্রিটিশ সিংহাসনে রয়েছেন ৬৩ বছর ২১৩ দিন। আর মাত্র তিন দিন পার করলেই রেকর্ডটি তার নামে হবে। আগামী ৯ সেপ্টেম্বরের পরেই তিনি হবেন ব্রিটেনের সবচেয়ে দীর্ঘ সময়ের শাসক।
মাত্র ২৫ বছর বয়সে ১৯৫২ সালে রানি দ্বিতীয় এলিজাবেথ সিংহাসনে বসেন। তখন ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন উইনস্টন চার্চিল। তার রাজত্বকালে ১২ জন প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করেছেন। সিংহাসনে বসার পর থেকেই দেশের অনেক উত্থানপতনের সাক্ষী থেকেছেন তিনি।
তার এই রেকর্ড নিয়ে ব্রিটেনে সাড়া পড়ে গেলেও রানি কিন্তু নির্বিকার। কোনও আড়ম্বরপূর্ণ ভাবে তিনি দিন কাটাবেন বলেই জানা গিয়েছে।
০৭ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জই/আআজু