আন্তর্জাতিক ডেস্ক : নরওয়ের সীমান্তের কাছে ছয়টি গোপন গুহায় ট্যাংক এবং সামরিক সরঞ্জাম লুকিয়ে রাখল মার্কিন সামরিক বাহিনী। রাশিয়ার সীমান্তের কাছে মোতায়ের করা ন্যাটো বাহিনীকে আরো জোরদার করার লক্ষ্যে এসব সরঞ্জাম লুকিয়ে রেখেছে মার্কিনবাহিনী। শীতল যুদ্ধের সময় আমেরিকা এসব গুহাকে সামরিক কাজে ব্যবহার করে থাকেন। এবারও আগে থেকে সেই প্রস্তুতি নিয়ে রেখেছেন।
জানা যায়, নিরাপত্তার কারণে এ সব গুহার অবস্থান কঠোরভাবে গোপন রাখা হয়েছে। শীতল যুদ্ধ চলাকালে ১৯৮১ সালে প্রথম এসব গুহা ব্যবহার করেছিল আমেরিকা। গোপন এই গুহার মধ্য দিয়ে রাশিয়ার সঙ্গে কোনো সঙ্কট দেখা দিলে তা মোকাবেলা করতে পারবে ন্যাটোবাহিনী। সে সময়ে ইউরোপে ‘ব্যবহারের জন্য প্রস্তুত’ অস্ত্র ও সামরিক সরঞ্জাম হাতের কাছে পাবে ন্যাটো।
নরওয়ের সঙ্গে রাশিয়ার ১২১.৬ মাইল সীমান্ত রয়েছে। নরওয়ের গুহাগুলোতে যে পরিমাণ সামরিক সরঞ্জাম রাখা হয়েছে তা দিয়ে ১৫ হাজার মেরিন সেনাকে যুদ্ধের জন্য প্রয়োজনীয় সমর্থন যোগানো যাবে। এ সব সামরিক সরঞ্জাম মোতায়েনের জন্য নরওয়ের কেন্দ্রস্থলে অবস্থিত ছয়টি গুহাকে আমেরিকা ব্যবহার করছে বলে মনে করছেন আন্তজার্তিক পর্যবেক্ষকরা। এ সব গুহার ভিতরের আবহাওয়া নিয়ন্ত্রণ করা হয়। গুহা দেখভালের জন্য প্রায় ১০০ মার্কিন ও নরওয়ের কর্মীও নিযুক্ত রয়েছেন।
২০ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই