শনিবার, ২০ ফেব্রুয়ারী, ২০১৬, ০৬:৫২:০৯

১৩ বছর পর পানিশূন্য হবে যে দেশটি!

১৩ বছর পর পানিশূন্য হবে যে দেশটি!

আন্তর্জাতিক ডেস্ক : পানির অপর নাম জীবন। পানি আছে বলেই তো আমরা এখনো বেঁচে আছি। আর পানি যদি না থাকে তাহলে হয়তোবা আমরাও থাকবো না। কিন্তু জানেন কি, আমাদেরই একটি প্রদিবেশি দেশে আজ থেকে অনন্ত ১৩ বছর পর আর পানি থাকবে না! শেষ হয়ে যাবে সে দেশের মাটির নিছের সব পানিও। সেই দেশটির নাম সৌদি আরব। সৌদি আরবে আগামী ১৩ বছরের মধ্যে ভূগর্ভস্থ পানির মজুদ শেষ হয়ে যাবে বলে সতর্কবার্তা উল্লেখ্য করে 'দ্য ইন্ডিপেন্ডেন্ট' এর বরাত দিয়ে জিনিউজের এক প্রতিবেদনে এ খবর জানা যায়।

বাদশা ফয়সাল বিশ্ববিদ্যালয়ের এক সদস্য মোহম্মদ আল-ঘামদি সতর্ক করে দিয়ে বলেছেন, বিশ্বব্যাংক একটি প্রতিবেদনে বিশ্ব জুড়ে পানির সংকটের তথ্য তুলে ধরার পর থেকে ভূগর্ভস্থ পানি কমে যাচ্ছে। সৌদি পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, উপসাগরীয় দেশগুলোতে জনপ্রতি পানি ব্যবহারের হার অনেক বেশি হওয়ায় পানি দ্রুত কমে যাচ্ছে। সৌদি আরবে জনপ্রতি প্রতিদিন ২৬৫ লিটার পানি ব্যবহার করে থাকেন, যা ইউরোপের তুলনায় দ্বিগুণ। ভূগর্ভস্থ পানির মাধ্যমেই সৌদি আরবের ৯৮ শতাংশ চাহিদা পূরণ হয়।
২০ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে