শনিবার, ২০ ফেব্রুয়ারী, ২০১৬, ০৭:০২:৩৯

কোহলির পাকিস্তানি সেই ভক্ত জামিন পেলেন না

কোহলির পাকিস্তানি সেই ভক্ত জামিন পেলেন না

আন্তর্জাতিক ডেস্ক : এখনো জামিন পেলেন না বিরাট কোহলির পাকিস্তানি সেই কট্টর ভক্ত উমর দরাজ। কোহলির মতোই অনেকটা দেখতে প্রায় দরাজকে। পেশায় তিনি একজন দর্জি। ২২ বছর বয়সের দরাজ কোহলি বলতে অজ্ঞান এবং প্রিয় ভারতীয় ক্রিকেটারের প্রতি ভালবাসা দেখাতে গিয়ে পঞ্জাব প্রদেশের ওকারা জেলায় নিজের গ্রামের বাড়ির ওপর ভারতের পতাকা উড়িয়েছিলেন। এজন্য তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনা হয়।

এই মামলায় তার দশ বছর কারাদণ্ডও হতে পারে। কিন্তু পুলিশ অফিসার আজিজ চিমা সাংবাদিকদের জানিয়েছেন, দরাজ ‘দেশদ্রোহী’ আচরণ করেছেন, এমন কোনো প্রমাণ মেলেনি। রিপোর্টেও তিনি এ কথা উল্লেখ করেছেন। পুলিশ ক্লিনচিট দিলেও দরাজের জামিনের আবেদন গতকাল নাকচ করে দেন জেলা আদালতের বিচারক আনিক আনোয়ার।

দরাজের কৌঁসুলি আমির ভাট্টি বলেছেন, আমরা হতাশ। এই রায়কে দায়রা আদালতে চ্যালেঞ্জ জানাব। দরাজের বিরুদ্ধে পাকিস্তান দণ্ডবিধির ১২৩-এ ও জনজীবনে শৃঙ্খলা রক্ষা আইনের ১৬ ধারায় এফআইআর দায়ের হয়েছিল। ১২৩-এ ধারায় বলা হয়েছে, দেশের সার্বভৌমত্ব বিপন্ন করলে সর্বোচ্চ সাজা হবে ১০ বছর জেল বা জরিমানা অথবা দুটোই।

ভাট্টি আগেই আদালতে জানিয়েছেন করেন, দরাজ নিরপরাধ। নিজের প্রিয় ক্রিকেটারের প্রতি ভালোবাসার কারণেই তিনি ভারতের পতাকা তুলেছিলেন। কি পরিণতি হতে পারে, না বুঝেই দরাজ ভুল করেছেন জানিয়ে, তিনি বলেন, বিশ্বকাপ ফুটবলের ম্যাচ চলাকালেও তো এখানে লোকে ব্রাজিল, আর্জেন্টিনার পতাকা ওড়ায়। কেউ এটা অপরাধ মনে করে না কেননা পতাকা তোলাটা খেলার দৃষ্টিকোণ থেকেই দেখা হয়। এটাও ঠিক তেমনই একটা ঘটনা হয়েছে।
২০ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে