শনিবার, ২০ ফেব্রুয়ারী, ২০১৬, ০৭:৩৯:১২

মার্কিন পুলিশের জালে দাউদের ভাইয়ের ছেলে

মার্কিন পুলিশের জালে দাউদের ভাইয়ের ছেলে

আন্তর্জাতিক ডেস্ক : কলম্বিয়ার একটি জঙ্গি সংগঠনের কাছে বেআইনি ভাবে ক্ষেপণাস্ত্র উত্‍‌ক্ষেপণ ব্যবস্থা ও কিছু পন্য বিক্রির অভিযোগে আমেরিকায় গ্রেপ্তার করা হয়েছে দাউদ ইব্রাহিমের ভাইয়ের ছেলে সোহেল কস্করকে। ৩৬ বছরের সোহেল ছাড়াও গ্রেপ্তার হয়েছে তার সঙ্গী আরো দুই পাকিস্তানি। টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ খবর জানা যায়।

জানা গিয়েছে, গত বছর ডিসেম্বরে স্পেন থেকে প্রত্যর্পণের পরেই সোহেল সহ মোট তিন জনকে গ্রেপ্তার করে মার্কিন ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশনের কর্মকর্তারা। তাদের দাবি অনুযায়ী, স্প্যানিশ অ্যাক্রোন্যাম ফর রেভোলিউশনারি আর্মড ফোর্সেস অফ কলম্বিয়া (FARC) নামে এক জঙ্গি সংগঠনের কাছে তারা এসব জিনিস বিক্রি করেছে।

বিশেষ সূত্রের খবর অনুযায়ী, ভাইয়ের ছেলেকে ছাড়াতে পাকিস্তানে বসেই নিজের প্রভাব খাটানোর চেষ্টা করছেন দাউদ। দাউদের ছোট ভাই নুরার বড় ছেলে সোহেল। তাই ভাইয়ের ছেলেকে ছাড়িয়ে আনতে আমেরিকার নামী আইনজীবীও নিয়োগ করেছেন মুম্বাইয়ের সেই ডন। আইনের চোখে সোহেল দোষী সাব্যস্ত হলে, মার্কিন আইন অনুযায়ী তার সর্বোচ্চ ২৫ বছর পর্যন্ত জেল হতে পারে।

জানা গিয়েছে, দাউদের ভাইয়ের ছেলের হয়ে ম্যানহ্যাটন ফেডেরাল কোর্টে আইনি লড়াই করছেন টম কেনিফ নামে এক আইনজীবী। মার্কিন ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশনের রিপোর্ট অনুযায়ী, কিছু নিষিদ্ধ পন্য বিক্রি করেছে তারা। আর পাকিস্তান থেকেই সেই পন্য আনা হয়েছিল। ক্ষেপণাস্ত্রের মধ্যে রয়েছে এয়ার মিসাইলও।

সোহেল ছাড়াও গ্রেফতারকৃত অন্য দু-জনের নাম পিরজাদা হামিদ চিস্তি ওরফে বেনি, আর একজন আবদুল ওয়াহাব চিস্তি ওরফে অ্যাঞ্জেল। মার্কিন সরকারের আবেদনের প্রেক্ষিতে ২০১৪ সালের জুনে স্পেনে এই তিন জনকে গ্রেপ্তার করা হয়। পরে, প্রত্যর্পণ আইনে গত বছর ডিসেম্বরে আমেরিকার হাতে হস্তান্তর করা হয় এই তিন জনকে।

সূত্রের খবর, ভাইয়ের ছেলে গ্রেপ্তার হওয়ায় অস্বস্তিতেই রয়েছে মোস্ট ওয়ান্টেড ডন। এই ডিলের ব্যাপারে কিছুই জানতেন না দাউদ বা তার দলের অন্য কেউ।
২০ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে