আন্তর্জাতিক ডেস্ক : উত্তর কোরিয়া আজ (শনিবার) খুব ভোরে দক্ষিণ কোরিয়ার সমুদ্রসীমার কাছে গোলন্দাজ বাহিনীর মহড়া চালিয়েছে। মহড়াকে কেন্দ্র করে ওই এলাকায় দক্ষিণ কোরিয়ার দ্বীপ থেকে লোকজন সরিয়ে নেয়ার প্রস্তুতি নেয়া হয়েছে বলে দেশটির সরকারি কর্মকর্তারা জানিয়েছেন। রেডিও তাহরানের এক প্রতিবেদনে এ খবর জানা যায়।
দক্ষিণ কোরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের ব্যায়েংনিয়ং দ্বীপের কাছাকাছি থেকে কয়েক দফা বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এছাড়া, তীব্র আলোর ঝলকানিও দেখা গেছে। উত্তর কোরিয়ার উপকূলীয় বাহিনীর ছোড়া কামানের গোলার কারণে এসব ঘটেছে বলে মনে করা হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এমনটি দাবি করেছেন। এ দ্বীপ উত্তর কোরিয়ার মূল ভূখণ্ড থেকে ১২ মাইলের কম দূরে অবস্থিত। বিতর্কিত উত্তরাঞ্চলীয় লিমিট লাইন সীমান্তের কয়েক মাইলের মধ্যেই এর অবস্থান।
গোলাগুলির পরপরই দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক জিউন-হাইয়ের কঠোর সমালোচনা করেছে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি বা কেসিএনএ। এতে প্রেসিডেন্ট পার্ককে বেহায়া, বুড়ো এবং পাগলা কুকুর বলা হয়। উত্তর কোরিয়ার পরমাণু বোমা এবং রকেট পরীক্ষার বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়ায় তার এ সমালোচনা করা হয়।
এদিকে, সীমান্তে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বসানোর জন্য আমেরিকার সঙ্গে কথাবার্তা শুরু করেছে দক্ষিণ কোরিয়া।
২০ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই