শনিবার, ২০ ফেব্রুয়ারী, ২০১৬, ১০:২৯:১০

কর্মী নেয়া স্থগিত করায় ক্ষেপলেন মালয়েশিয়ার সাবেক মন্ত্রী

কর্মী নেয়া স্থগিত করায় ক্ষেপলেন মালয়েশিয়ার সাবেক মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশ থেকে ১৫ লাখ শ্রমিক নেয়া স্থগিত করায় ক্ষেপেছেন মালয়েশিয়ার দেশটির আন্তর্জাতিক বাণিজ্য ও শ্রম বিষয়ক সাবেক মন্ত্রী তান শ্রি রাফিদাহ আজিজ।
 
মালয়েশিয়ার সরকারের সাথে গত ১৮ ফেব্রুয়ারি বাংলাদেশ সরকারের একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের একদিনের মাথায় কর্মী নিয়োগ স্থগিত করে দেশটি।  ১৯ ফেব্রুয়ারি বাংলাদেশ থেকে কর্মী নেয়া স্থগিত রাখার ঘোষণা দেয় মালয়েশিয়া সরকার।

মালয়েশিয়া সরকারের এ ধরনের সিদ্ধান্তের সমালোচনা করেছেন সাবেক মন্ত্রী তান শ্রি রাফিদাহ আজিজ।  শুক্রবার তিনি তার এক ফেসবুক পোস্টে লিখেন, চুক্তি স্বাক্ষরিত হওয়ার পরও বাংলাদেশসহ অন্য দেশগুলো থেকে কেন শ্রমিক নিয়োগ বন্ধের সিদ্ধান্ত নিল সরকার।  বিষয়টিকে তিনি ‘ডিগবাজি’ হিসেবে আখ্যায়িত করেন।  সরকারের এ ধরনের নীতির ব্যাপারে প্রশ্নও তোলেন তিনি।

রাফিদাহ ফেসবুকে লিখেন, ‘কী ঘটলো? কর্মী নিয়োগ ঘোষণা করার আগে কি তারা বিষয়টি ভালোভাবে বুঝে নেয়নি? সব পক্ষের মতামত নিতে কি কোনো আলোচনা করা হয়নি? অর্থনৈতিক, সামাজিক এবং নিরাপত্তাজনিত বিষয়ে তারা কি আগে ভেবে দেখেনি?

এ সিদ্ধান্তে দেশটির জনগণ সরকারের ওপর আস্থা হারাবে বলেও মন্তব্য করেন রাফিদাহ।  সরকারের এ সিদ্ধান্তে বেসরকারি খাতের উদ্যোক্তারা দ্বিধা এবং উদ্বেগের মধ্যে পড়েছেন।
২০ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে