আন্তর্জাতিক ডেস্ক : গত মাসে ভারতে Samsung তাদের নতুন Galaxy A16 5G ফোন 17,499 টাকা দামে লঞ্চ করেছিল। এবার কোম্পানি 16 নভেম্বর থেকে ‘এম’ ও ‘এফ’ সিরিজের উপর কাজ শুরু করেছে। এই সিরিজের ফোনগুলি Galaxy M16 5G এবং Galaxy F16 5G নামে লঞ্চ করা হবে। সম্প্রতি সার্টিফিকেশন সাইটে এই ফোনদুটি লিস্টেড হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক আপকামিং ফোনগুলি ডিটেইলস সম্পর্কে।
Samsung Galaxy M16 5G এবং Galaxy F16 5G এর লিস্টিং ডিটেইলস
Wi-Fi Alliance সার্টিফিকেশন সাইটে Samsung Galaxy M16 5G এবং Galaxy F16 5G ফোনদুটি লিস্টেড হয়েছে। এই সার্টিফিকেশন সাইটে F16 ‘SM-M166P/DS’ মডেল নাম্বার এবং M16 5G ফোনটি ‘SM-E166P/DS’ মডেল নাম্বার দেখা গেছে। এই লিস্টিঙের মাধ্যমে ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে জানা যায়নি, তবে এই ফোনদুটিতে 2.4GHz এবং 5GHz dual band Wi-Fi সাপোর্ট করবে বলে জানা গেছে। একইসঙ্গে প্রকাশ্যে আসা লিস্টিং ডিটেইলস অনুযায়ী স্যামসাঙের এই ফোনে Wi-Fi Direct, dual SIM এবং Android 14 OS দেওয়া হবে।
Samsung Galaxy A16 5G এর দাম
Samsung Galaxy A16 5G স্মার্টফোনটি ভারতে 6GB RAM এবং 8GB RAM সহ লঞ্চ করা হয়েছে। এই ফোনের 6GB RAM ও 128GB স্টোরেজ অপশনের দাম 17,499 টাকা এবং 8GB RAM ও 128GB স্টোরেজ অপশনের দাম 18,999 টাকা এবং 256GB স্টোরেজ অপশনের দাম 21,999 টাকা রাখা হয়েছে। এই ফোনটি Blue Black, Gold এবং Light Green মতো কালার অপশনে সেল করা হচ্ছে।
Samsung Galaxy A16 5G এর স্পেসিফিকেশন
6.7″ 90Hz sAMOLED Screen
MediaTek Dimensity 6300
8GB RAM + 256GB Storage
50MP Back Camera
13MP Front Camera
25W 5,000mAh Battery
ডিসপ্লে: Galaxy A16 5G ফোনে 1080 x 2340 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.7 ইঞ্চির FHD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। সুপার এমোলেড প্যানেল দিয়ে তৈরি পাঞ্চ-হোল স্টাইলের স্ক্রিনে 90Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে।
প্রসেসর: Galaxy A16 5G ফোনে 6 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি 2.4GHz ক্লক স্পীডযুক্ত MediaTek Dimensity 6300 প্রসেসর যোগ করা হয়েছে। জানিয়ে রাখি ফোনটি গ্লোবাল মডেলে Exynos 1330 চিপসেট রয়েছে।
ওএস: Galaxy A16 5G ফোনটি 6 বছরের ওএস আপগ্রেড সহ অ্যান্ড্রয়েড 14 অপারেটিং সিস্টেমে লঞ্চ করা হয়েছে। অর্থাৎ এই ফোনে Android 20 অপারেটিং সিস্টেমও পাওয়া যাবে। একইসঙ্গে এই ফোনে 6 বছরের সিকিউরিটি আপডেট দেওয়া হয়েছে।
ক্যামেরা: Samsung Galaxy A16 5G ফোনে ফটোগ্রাফির জন্য LED ফ্ল্যাশ সহ ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। এতে 50MP প্রাইমারি সেন্সর, 5MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2MP ম্যাক্রো লেন্স রয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে 13MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
ব্যাটারি: Samsung Galaxy A16 5G ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 25W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি যোগ করা হয়েছে।
অন্যান্য: এই ডুয়েল সিম ফোনটি 4G এবং 5G উভয় নেটওয়ার্ক সাপোর্ট করে। এতে ওয়াইফাই 5, ওয়াইফাই ডাইরেক্ট, ব্লুটুথ v5.3, NFC, GPS এর মতো বিভিন্ন প্রয়োজনীয় ফিচার রয়েছে। ফোনটিকে জল ওঁ ধুলো থেকে সুরক্ষিত রাখার জন্য এতে IP54 রেটিং দেওয়া হয়েছে।