রবিবার, ২১ ফেব্রুয়ারী, ২০১৬, ০১:৪৭:২২

হুমকির মধ্যে চীনের পাশে রাশিয়া, দেয়া হচ্ছে অত্যাধুনিক জঙ্গিবিমান

হুমকির মধ্যে চীনের পাশে রাশিয়া, দেয়া হচ্ছে অত্যাধুনিক জঙ্গিবিমান

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বব্যাপী অব্যাহত হুমকির মধ্যেই একে অপরের পাশে দাড়িয়েছে চীন ও রাশিয়া। প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করছে মিত্র দেশ দু'টি। এরই অংশ হিসেবে চলতি বছরের শেষ নাগাদ বেইজিংকে চারটি এসইউ-৩৫ জঙ্গিবিমান সরবরাহ করতে যাচ্ছে মস্কো।

রাশিয়ার সরকারি বার্তা সংস্থা তাস জানিয়েছে, রাশিয়ার রাষ্ট্রায়ত্ত ইউনাইটেড এয়ারক্রাফট করপোরেশন থেকে ২৪টি জঙ্গিবিমান কেনার জন্য গত নভেম্বরে রাশিয়া সরকারের সঙ্গে ২০০ কোটি ডলারের চুক্তি করে চীন সরকার। পরবর্তী দুইবছরে আরো জঙ্গিবিমান সরবরাহ করা হবে।

রাশিয়ার বিমান বাহিনীও এ ধরনের ২৪টি জঙ্গিবিমান কেনার পরিকল্পনা করছে। অন্যদিকে ইন্দোনেশিয়া ১২টি জঙ্গিবিমান কেনার জন্য চুক্তি স্বাক্ষর করেছে।

এসইউ-৩৫ বিপণন করে থাকে ইউনাইটেড এয়ারক্রাফট করপোরেশন। চতুর্থ প্রজন্মের এই বিমানটিকে যুক্তরাষ্ট্রের লকহিড মার্টিনের তৈরি এফ-১৬ভি এর সমতুল্য বলে মনে করা হয়। আকাশ থেকে আকাশে এবং আকাশ থেকে ভূমিতে যুদ্ধের জন্য বিশেষ উপযোগী এসইউ-৩৫।
২১ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে