রবিবার, ২১ ফেব্রুয়ারী, ২০১৬, ০৩:১১:০২

রাশিয়াকে নরম হুমকি দিল ফ্রান্স

রাশিয়াকে নরম হুমকি দিল ফ্রান্স

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়া সংকট নিয়ে রাশিয়াকে নরম হুমকি দিল ফ্রান্স। সিরিয়ায় তুর্কি হামলা বন্ধের জন্য জাতিসংঘে তোলা রাশিয়ার প্রস্তাব পশ্চিমা দেশগুলো নাকচ করার পর ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ এই হুমকি দেন।

সিরীয় প্রেসিডেন্ট বাশার আল-আসাদের প্রতি রাশিয়ার সমর্থন দেয়া বন্ধ করার আহ্বান জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট আশংকা প্রকাশ করেন, সিরিয়ায় তুর্কি হামলা বাড়ানোর কারণে তুরস্কের সঙ্গে রাশিয়ার যুদ্ধ শুরু হতে পারে।

শুক্রবার ফ্রান্স ইন্টার রেডিওকে দেয়া সাক্ষাৎকারে ওলাঁদ বলেন, বাশার আসাদকে এককভাবে সমর্থন দিয়ে রাশিয়া সফল হতে পারবে না। কারণ তাতে কোনো ফলাফল আসবে না, কোনা আলোচনা হবে না, সেখানে যুদ্ধ চলতেই থাকবে। সেক্ষেত্রে বিষয়টি বরং আমরা সবাই মিলে দেখব।

তিনি বলেন, অবশ্যই মস্কোর ওপর চাপ সৃষ্টি করতে হবে যাতে সিরিয়া বিষয়ক শান্তি আলোচনা শুরু হতে পারে।

সিরিয়ার কথিত বিরোধী গোষ্ঠীর নেতারা জেনেভা আলোচনায় যোগ দিতে রাজি না হলে গত ৩ ফেব্রুয়ারি বৈঠক স্থগিত হয়ে যায়। আগামী ২৫ ফেব্রুয়ারি সে আলোচনা আবার শুরু হওয়ার কথা রয়েছে তবে সিরিয়া বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত স্টাফান ডি মিসতুরা বলেছেন, ওই তারিখে আলোচনা হওয়ার সম্ভাবনা কম।
২১ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে