আন্তর্জাতিক ডেস্ক : সাবেক পাকিস্তানি প্রেসিডেন্ট পারভেজ মোশারফের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। যা জামিন অযোগ্য বলেই জানিয়েছে পানিস্তানি আদালত। শনিবারই পাকিস্তানের এক নিম্ন আদালত মোশারফের বিরুদ্ধে এই পরোয়ানা জারি করে। মৌলবাদী গাজী আব্দুল রসিদ খুনের মামলাতেই এই গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।
আদালত সূত্রে জানা যায়, ২০০৭ সালে লাল মসজিদ ঘেরাও অভিযানে মৌলবাদী গাজী আব্দুল রসিদসহ বহু নিরীহ মানুষের মৃত্যু হয়। তৎকালীন পাকিস্তানি প্রেসিডেন্ট পারভেজ মোশারফের নির্দেশে এই ঘটনাটি ঘটে। আর তাই তার বিরুদ্ধে খুনের মামলা দায়ের কারা হয়। সেই মামলাতেই এদিন মোশারফের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করলেন দায়রা জর্জ। আগামী ১৬ মার্চের মধ্যে মোশারফকে আদালতে হাজির করানোর বিষয়ে পুলিশকে নির্দেশও দেন তিনি। বলা যায়, মোশারফের আবেদন নাকচ করেই তাকে আদালতে পেশ হওয়ার নির্দেশ দিলেন দায়রা জর্জ।
উল্লেখ্য, মৌলবাদী গাজী আব্দুল রসিদ খুনের মামলায় ৫৫ বার শুনানি হয়। কিন্তু একবারও আদালতে হাজিরা দেননি সাবেক এই পাকিস্তানি প্রেসিডেন্ট। হাজিরা দেয়া থেকে নিষ্কৃতি চেয়ে আদালতে আবেদনও জানিয়েছিলেন তিনি। কিন্তু এদিন তার আবেদন খারিজ করে দিলেন বিচারক।
২১ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই