আন্তর্জাতিক ডেস্ক : পরিত্যক্ত খনিতে মিলল এবার ১০০টি গাড়ি! যুক্তরাজ্যের সিরাডিজিওনের একটি পরিত্যক্ত স্লেট খনিতে ৪৫ বছরের পুরনো ১০০টি গাড়ির অনুসন্ধান মিলেছে।
সম্প্রতি বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে, স্লেট খনির ৬৫ ফুট নিচে পাওয়া গাড়িগুলো ১৯৭০ দশকের।
খবরে বলা হয়, গ্রেগরি রিভোলেট (৩১) নামক এক অনুসন্ধানকারী ৪ ঘণ্টা অনুসন্ধান চালিয়ে স্লেট খনির ১৯ মিটার নিচে গাড়িগুলোর সন্ধান পান।
তিনি জানান, খনিটির যে স্থানে গাড়িগুলো রয়েছে তা বিপজ্জনক। খনি থেকে গাড়িগুলো তুলে আনা অনেক ব্যায়বহুল। খনিটি ১৮৩০ সালে উন্মুক্ত হয়। ১৯৬০ সালে বন্ধ হয়ে যায় বলেও জানান তিনি।
২১ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম