রবিবার, ০৮ ডিসেম্বর, ২০২৪, ০৮:৫৪:১২

১ লাখ ১০ হাজার শ্রমিকের কোটা, যে ভিসা নিয়ে সুখবর দিল ইতালি

১ লাখ ১০ হাজার শ্রমিকের কোটা, যে ভিসা নিয়ে সুখবর দিল ইতালি

আন্তর্জাতিক ডেস্ক : চলতি বছরের স্পন্সর ভিসায় আরও ১ লাখ ১০ হাজার শ্রমিকের কোটা বাড়িয়েছে ইতালি সরকার। তবে বাংলাদেশ, পাকিস্তান এবং শ্রীলঙ্কার ক্ষেত্রে কঠিন যাচাই-বাছাইয়ের সিদ্ধান্তের কথাও বলা হয়েছে নতুন এই আইনে।

আইন করে তিন বছর মেয়াদি স্পন্সর ভিসায় ৪ লাখ ৫২ হাজার শ্রমিক নিচ্ছে ইতালি। এরইমধ্যে দেশটিতে প্রবেশ করেছেন বাংলাদেশিসহ অনেকেই। চলতি বছর স্পন্সর ভিসায় দ্বিতীয়বারের মতো কোটা বাড়িয়েছে সরকার।

আইনটির অনুমোদন দিয়েছে পার্লামেন্টের নিম্নকক্ষ। উচ্চকক্ষ সিনেটে অনুমোদন পেলেই প্রকাশ করা হবে গেজেট। এই আইনে নতুন করে ১ লাখ ১০ হাজার শ্রমিক আনার সুযোগ রেখেছে ইতালি সরকার।

এর মধ্যে ৪৭ হাজার কৃষি কাজে এবং বাকিরা আসবেন পর্যটন ও হোটেল ব্যবসা খাতে।

তবে বাংলাদেশসহ তিন দেশের নাগরিকদের ইতালিতে আসার ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করা হয়েছে। এছাড়া অবৈধ এবং রাজনৈতিক আশ্রয় প্রার্থীদের আলবেনিয়ায় পাঠানোর সিদ্ধান্ত আইন আকারে অনুমোদন করেছে সরকার। তাই বাংলাদেশিদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে ইমিগ্রেশন বিশেষজ্ঞরা।

নতুন এই আইনে পারিবারিক ভিসায় আসার ক্ষেত্রেও বেশ কিছু কঠিন শর্ত জুড়ে দেয়া হয়েছে। এছাড়া, স্পন্সর ভিসা কোনো কারণে বাতিল করা হলে তা মালিক পক্ষকে জানানো হবে না বলেও আইনে বলা আছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে