আন্তর্জাতিক ডেস্ক : ফিজিতে আছড়ে পড়ল শক্তিশালী ঘূর্ণিঝড় উইনস্টোন। ঝড়ে বিপর্যস্ত গোটা দেশ। এখনো পর্যন্ত ঝড়ে মৃতের সংখ্যা পাঁচ। আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ঝড়ের গতিতে লন্ডভন্ড হয়ে গেল গোটা দেশ। ইতিমধ্যে দেশ জুড়ে জারি রয়েছে সতর্কতা। আবহাওয়া খারাপ থাকায় বন্ধ রয়েছে বিমান পরিষেবা।
ফিজির আবহাওয়া দফতরের খবর, ঝড়ের বেগ ঘণ্টায় ১৮০ থেকে ২২০ কিলোমিটার পর্যন্ত ছিল। এখনো পর্যন্ত ঝড়ের গতিবেগ বেশি থাকায় উদ্ধার কাজে অনেক অসুবিদে হচ্ছে বিপর্যয় মোকাবিলা কর্মীদের।
২১ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই