রবিবার, ২১ ফেব্রুয়ারী, ২০১৬, ১০:১৬:৫৭

প্রেসিডেন্ট বাশার আসাদের একটি শর্ত

প্রেসিডেন্ট বাশার আসাদের একটি শর্ত

আন্তর্জাতিক ডেস্ক : যুদ্ধবিরতির শর্ত দিলেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ।  তিনি বলেছেন, তুরস্ক তার দেশে জঙ্গি ও সমরাস্ত্র পাঠানো বন্ধ করলেই জঙ্গিদের সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হবেন তিনি।  স্পেনের এল পাইস পত্রিকাকে দেয়া এক সাক্ষাৎকারে এ ঘোষণা দেন আসাদ।

বাশার আসাদ বলেন, যেকোনো যুদ্ধবিরতিতে এই গ্যারান্টি থাকতে হবে যে, অন্যান্য দেশ, বিশেষ করে তুরস্ক সিরিয়ায় আর কোনো সন্ত্রাসী, যুদ্ধাস্ত্র বা কোনো ধরনের সামরিক রসদ পাঠাবে না।

 সিরিয়া সরকারকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্যে লড়াইরত উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশসহ অন্যান্য বিদেশি মদদপুষ্ট বিদ্রোহীদের পৃষ্ঠপোষকতা দিচ্ছে তুরস্ক, সৌদি আরব ও কাতার।

প্রেসিডেন্ট আসাদ ওই সাক্ষাৎকারে বলেন, আমি বলেছি যে, আমরা সামরিক অভিযান বন্ধ করতে রাজি আছি।  কিন্তু যে বিষয়টি তার চেয়েও গুরুত্বপূর্ণ তা হলো সন্ত্রাসীদেরকে তাদের অবস্থান শক্তিশালী করার পথগুলো বন্ধ করতে হবে।  দেশকে রক্ষা করা তার দায়িত্ব বলেও উল্লেখ করেন আসাদ।

তিনি বলেন, যদি সিরিয়ার জনগণ চায় তাহলেই কেবল আমি ক্ষমতায় থাকবে।  আর তারা যদি না চায় তাহলে আমি কিছুই করতে পারব না।  তখন ক্ষমতা ছেড়ে দেয়া ছাড়া আমার আর কোনো উপায় থাকবে না।

উগ্র জঙ্গিদের বিরুদ্ধে সেনাবাহিনীর সাম্প্রতিক অনেকগুলো বড় বিজয়ে ইরান ও রাশিয়ার সমর্থন ‘অতি গুরুত্বপূর্ণ’ ছিল বলে উল্লেখ করেন তিনি।  বাশার আসাদ বলেন, নিঃসন্দেহে তাদের সহযোগিতা আমাদের প্রয়োজন ছিল। কারণ বিশ্বের অন্তত ৮০টি দেশ কোনো না কোনোভাবে সন্ত্রাসীদের সমর্থন করছে।
২১ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে