সোমবার, ২২ ফেব্রুয়ারী, ২০১৬, ০৮:৩৬:১৪

ফের পরমাণু ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল আমেরিকা, টার্গেট ১৩ হাজার কিলোমিটার

ফের পরমাণু ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল আমেরিকা, টার্গেট ১৩ হাজার কিলোমিটার

আন্তর্জাতিক ডেস্ক : আবারো অস্ত্র প্রতিযোগিতায় নেমেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এর অংশ হিসেবে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা করল মার্কিন বিমান বাহিনী। শনিবার  ক্যালিফোর্নিয়ার উৎক্ষেপণ কেন্দ্র থেকে এ ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। মিনিটম্যান-৩  নামের এই ক্ষেপণাস্ত্রটি পরমাণু বোমা বহনে সক্ষম। ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পরীক্ষা করার জন্য এ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়।

অস্ত্রবিহীন ক্ষেপণাস্ত্রটি লস আঞ্জেলেসের ভেন্ডেনবার্গ বিমানঘাঁটি থেকে ছোড়া হয়। তবে কিছু কাগিরগরি ঝামেলার কারণে ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণে একটু দেরি হয়েছে। ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তু ঠিক করা হয় আটলান্টিক মহাসাগরের মার্শাল দ্বীপ। এ দ্বীপটি ভেন্ডেনবার্গ বিমানঘাঁটি থেকে ৪,২০০ কিলোমিটার দূরে অবস্থিত।

ভেন্ডেনবার্গ বিমানঘাঁটি থেকে নিয়মিতভাবে মার্কিন বিমান বাহিনী ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে থাকে। নতুন পরীক্ষার মাধ্যমে মিনিটম্যান-৩ ক্ষেপণাস্ত্র আরো বেশি নিখুঁত হয়ে উঠবে বলে আশা করছেন মার্কিন বিমান বাহিনীর ৩০তম স্পেস উইং কমান্ডার কর্নেল জে. ক্রিস্টোফার মস। মিনিটম্যান-৩ ক্ষেপণাস্ত্রের সর্বোচ্চ পাল্লা ১৩,০০০ কিলোমিটার।
২২ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে