আন্তর্জাতিক ডেস্ক : অবশেষে পাকিস্তানের ওয়াগা সীমান্ত পেরিয়ে নিজের দেশে পা রাখলেন শর্মিলা ঠাকুর। পাকিস্তানের অভিবাসন কর্তৃপক্ষের অফিসারদের বাধায় তিনি গতকাল ভারতে ফিরতে পারেননি। তার পাকিস্তানে থাকার ব্যাপারে ‘পুলিশ রিপোর্ট’ না থাকায় আপত্তি তুলেছিলেন অফিসাররা। তিনি গতকাল ওয়াগা সীমান্তে পৌঁছলে অভিবাসন কর্মকর্তারা জানান, তার ভ্রমণ সংক্রান্ত নথিপত্রে পাকিস্তানে থাকা সংক্রান্ত ‘পুলিশ রিপোর্ট’টি পাওয়া যাচ্ছে না।
তাই তাকে সেখানে আটকে দেয় ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি ইমিগ্রেশন। তবে শর্মিলার সঙ্গে থাকা প্রটোকল অফিসার সংশ্লিষ্ট থানার সঙ্গে যোগাযোগ করে দু'ঘণ্টার মধ্যে ফ্যাক্সের মাধ্যমে পুলিশ রিপোর্টের ব্যবস্থা করেন। তবে পদ্ধতিগত এই জটিলতায় বিড়ম্বনার মধ্যে বিব্রত শর্মিলা সিদ্ধান্ত বদলে সোমবার দেশে ফিরবেন বলে মনঃস্থির করেন।
লাহোর সাহিত্য সম্মেলন উপলক্ষ্যে পাকিস্তানে গিয়ে সে দেশের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের মেহমান হয়ে তার রাইবিন্দের প্রাসাদোপম জাতি উমরা বাসভবনে গিয়েছিলেন, তার পরিবারের সঙ্গে নৈশভোজেও ছিলেন শর্মিলা। তাদের আলোচনায় উঠে এসেছিল দুটি দেশের সম্পর্ক, বলিউড, ফেলে আসা সোনালী দিনের স্মৃতিসহ নানা বিষয়। কিন্তু সেই মধুর অভিজ্ঞতার পরই ঘরে ফেরার পথে অস্বস্তিকর পরিস্থতিতে পড়তে হয় তাকে।
২২ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই