আন্তর্জাতিক ডেস্ক : এক অটোচালকের এ কি নজির! যাত্রীর ফেলে যাওয়া মূল্যবান ব্যাগ ফিরিয়ে দেয়ায় পুরস্কৃত করা হলো তাকে। ওই ব্যাগে নগদ টাকা ছাড়াও ছিল সোনার গয়না। সততার নজির সৃষ্টি করে পুলিশের কাছে প্রশংসিত হয়েছেন সেই অটোচালক।
মহারাষ্ট্র টাইমসের বরাত দিয়ে এ খবর দিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
রোববার এক আত্মীয়ের বাড়ি থেকে ফেরার সময় কৈলাস যাদবের অটোতে চড়ে মুম্বাইয়ের দহিসার পূর্ব থেকে বোরিভালি পূর্ব রেলস্টেশন পর্যন্ত যান বছর ৫০-এর সঞ্জনা গুপ্তা।
তার সঙ্গে তার ভাইও ছিলেন। অটো থেকে নামার সময় কে ভাড়া দেবেন এ নিয়ে কথা বলতে গিয়ে পেছনের আসনে রাখা ব্যাগটি নিতে ভুলে যান শ্রীমতী সঞ্জনা। ওই ব্যাগে নগদ টাকা, একটি সোনার চেন, দুটি সোনার মঙ্গলসূত্র, দুটো সোনার আংটি ছিল।
অটোটি চলে যাওয়ার পর যখন খেয়াল পড়ে, তখন কাঁদতে শুরু করেন সঞ্জনা গুপ্তা। ছুটে যান কস্তুরবা মার্গ পুলিশ স্টেশনে। তিনি সেখানে যখন অভিযোগ দায়ের করছেন, তখনই সেখানে গিয়ে উপস্থিত হন সেই অটোচালক কৈলাশ যাদব। সঞ্জনা দেবীর হাতে ফিরিয়ে দেন তার ব্যাগ।
সততার এ নজির সৃষ্টির জন্য কৈলাশকে পুরস্কৃত করে পুলিশ। এক শীর্ষ পুলিশ কর্তা জানিয়েছেন, অন্যান্য অটোচালকরাও যাতে কৈলাশকে দেখে অনুপ্রাণিত হয়ে যাত্রীদের ফেলে যাওয়া ব্যাগ ফিরিয়ে দেন সেজন্যই তাকে পুরস্কৃত করা হলো।
২২ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম