সোমবার, ২২ ফেব্রুয়ারী, ২০১৬, ১১:৫৩:৩৮

চীনে বিশ্বের বড় টেলিস্কোপ বসাতে ৯ হাজার মানুষকে সরাবে

চীনে বিশ্বের বড় টেলিস্কোপ বসাতে ৯ হাজার মানুষকে সরাবে

আন্তর্জাতিক ডেস্ক : চীন বিশ্বের সবচেয়ে বড় বেতার দুরবিন বা রেডিও টেলিস্কোপ বসানোর জন্য প্রায় নয় হাজার মানুষকে তাদের আদিবাসস্থান থেকে সরিয়ে নেয়ার পরিকল্পনা করেছে। চীনের গুইঝাও প্রদেশের পিংটাং এবং লুওডিয়ান এলাকা থেকে এ সব মানুষ সরিয়ে নেয়া হবে। রেডিও তেহরেনের এক প্রতিবেদনে এ খবর জানা যায়।

বিশাল দুরবিন বসানো এবং তার পরিচালনার স্থাপনা গড়ে তোলার লক্ষ্যে নয় হাজার মানুষকে সরিয়ে নিয়ে নতুন জায়গায় ঘরবাড়ি করে দেয়া হবে। এ জন্য প্রায় পাঁচ কিলোমিটার এলাকা থেকে মানুষজন সরিয়ে নেয়া হবে।

প্রায় ২০ বছর আগে এ দুরবিন তৈরির পরিকল্পনা নেয়া হয়েছিল। নির্মাণাধীন এ দুরবিন ফাইভ হানেড্রেড-মিটার অ্যাপারচার স্পেরিক্যাল টেলিস্কোপ বা ‘ফাস্ট’ নামে পরিচিত। সাড়ে হাজারটি ৩৬ ফুট দীর্ঘ প্যানেল বসিয়ে বিশাল চাকতি বা ডিস্ক তৈরি করা হবে। আর এ দিয়ে ধরা হবে মহাকাশের অতি দূর নক্ষত্রালোক থেকে ভেসে আসা বেতার সংকেত । কৃষ্ণগহ্বর, নক্ষত্রপুঞ্জ থেকে শুরু করে মহাজাগতি নানা বস্তু থেকে ভেসে আসছে এ সব বেতার তরঙ্গ।

পুর্টো রিকোর আরেসিবো মানমন্দির বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় দুরবিন। কিন্তু ‘ফাস্ট’ আকারে এরচেয়ে দ্বিগুণ বড় হবে বলে জানানো হয়েছে। এ ছাড়া এ দুরবিনে মহকাশের যতোটুকু এলাকা খতিয়ে দেখা যায়, ‘ফাস্ট’ দিয়ে তার চেয়েও দ্বিগুণ এলাকা দেখা যাবে । আর বেতার তরঙ্গ ধারণের ক্ষেত্রে আরেসিবো মানমন্দিরের দুরবিনের চেয়েও তিন থেকে পাঁচগুণ বেশি স্পর্শকাতর হবে চীনা দুরবিন। চীনের জাতীয় মানমন্দির কেন্দ্র এ তথ্য দিয়েছে।
২২ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে