আন্তর্জাতিক ডেস্ক : নুতুন বছরে পেট্রোকেমিক্যাল ব্যবসায়ের ঘোষণা দিল আদানি গোষ্ঠী। দীর্ঘদিন ধরেই পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রিতে একচ্ছত্র দখলদারি রয়েছে মুকেশের সংস্থা রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ় লিমিটেডের।
এবার সেই পেট্রোকেমিক্যাল ব্যবসায় নাম লেখাতে যাচ্ছে আদানি গোষ্ঠি।যেটিকে ভারতের গণমাধ্যম বলছে মুকেশ অম্বানীকে খোলা চ্যালেঞ্জ দিলেন গৌতম আদানি।
ইতোমধ্যে পেট্রোকেমিক্যাল দুনিয়ায় নিজের সাম্রাজ্য ছড়িয়ে দিতে থাইল্যান্ডের একটি সংস্থার সাথে দরকষাকষি শুরু করেছেন, আদানি গোষ্ঠীর চেয়ারম্যান গৌতম। ব্যাঙ্ককের ওই সংস্থার নাম ইন্ডোরামা রিসোর্সেস লিমিটেড (আইআরএল)।
থাইল্যান্ডের ওই সংস্থার সঙ্গে যৌথ ভাবে নতুন একটি সংস্থাও তৈরি করেছেন শিল্পপতি আদানি। এর নামা রাখা হয়েছে, ভালোর পেট্রোকেমিক্যালস লিমিটেড (ভিপিএল)। এতে আদানি গোষ্ঠী এবং থাইল্যান্ডের সংস্থা ইন্ডোরামার সমান অংশীদারি রয়েছে। অর্থাৎ ভালোর পেট্রোকেমিক্যালসে আদানি এবং ইন্ডোরামার শেয়ার থাকছে ৫০ শতাংশ করে।
উল্লেখ্য, বর্তমানে ভারতের সবচেয়ে বড় পেট্রোরসায়ন সংস্থাটির নাম রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ় লিমিটেড।