আন্তর্জাতিক ডেস্ক : এক সপ্তাহের মধ্যে ইরান সফরে আসছেন এশিয়া, আফ্রিকা এবং ইউরোপের তিনটি দেশের প্রেসিডেন্ট। তারা হলেন আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ, সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট জোহান স্কিনিডার-আম্মান ও দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমা।
সোমবার সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে এ কথা জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হোসেইন জাবেরি আনসারি। কিন্তু হঠাৎ করে একযোগে এই সফর কেন?
হোসেইন জাবেরি বলেন, মঙ্গলবার ইরান সফরে আসবেন আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ। এছাড়া, চলতি মাসের ২৭ তারিখে তেহরানে আসবেন সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট জোহান স্কিনিডার-আম্মান এবং ২৯ তারিখে আসবেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমা।
এশিয়া, আফ্রিকা এবং ইউরোপের তিনটি দেশের প্রেসিডেন্টের সফরের মধ্যদিয়ে ইরানের সঙ্গে অন্যান্য দেশের কূটনৈতিক সম্পর্কে নতুন যুগের সূচনা হবে বলে জানান আনসারি। তবে বিশ্লেষকরা মনে করছেন, মধ্যপ্রচ্যে চির প্রতিদ্বন্দ্বী সুন্নিরাষ্ট্র সৌদি আরবের সাথে সম্পর্ক ছিন্ন হওয়ার পর আন্তর্জাতিক মহলে প্রভাব বলয় গড়ে তুলতে আগ্রহী হয়েছে তেহরান। ৬ বিশ্ব শক্তির সাথে পরমাণু চুক্তির পর এই সুযোগ তৈরি হয়েছে।
ইরানি কর্মকর্তাদের সঙ্গে তিন প্রেসিডেন্টের মতবিনিময়ের মধ্যদিয়ে তেহরান এবং অন্যান্য দেশের স্বার্থ রক্ষিত হবে বলেও জানান তিনি।
২৩ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস