মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১৬, ১০:০৫:৪৭

‌‘তুরস্কে আঘাত হানবে রাশিয়া, বাদ যাবে না সৌদি-আমেরিকাও’

‌‘তুরস্কে আঘাত হানবে রাশিয়া, বাদ যাবে না সৌদি-আমেরিকাও’

আন্তর্জাতিক ডেস্ক : মারমুখী অবস্থানে রাশিয়া। দেশটি কাউকে পরোয়া করতে নাজার। সিরিয়ার স্বৈরশাসক বাশার আল আসাদকে ক্ষমতায় টিকিয়ে রাখতে সে প্রয়োজনে আন্তর্জাতিক যুদ্ধ শুরু করতেও দ্বিধা করবে না। এমনই ইঙ্গিত দিয়েছেন রুশেএক সিনিয়র কূটনীতিক।

দৈনিক ‘রাই আল ইয়াওম’-কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, তুর্কি ও সৌদি সরকার সিরিয়ায় স্থলসেনা পাঠালে তুরস্কের সঙ্গে এমনকি আমেরিকার সঙ্গে যুদ্ধ শুরু করতেও দ্বিধাবোধ করবেন না রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়া সিরিয়াকে দ্বিতীয় আফগানিস্তানে পরিণত করার সুযোগ দেবে না।

দৈনিকটির এক নিবন্ধে বলা হয়েছে, সিরিয়ার পূর্বাঞ্চলীয় রাক্কা ও আজাজ প্রদেশে সংঘাতের জোর আশঙ্কা রয়েছে। দেশটির উত্তরাঞ্চলে আলেপ্পো প্রদেশের পাশেই রয়েছে এ দুই প্রদেশ।

তুর্কি-সৌদি সেনাদের সঙ্গে সংঘাতের আশঙ্কার প্রেক্ষাপটে সিরিয়ার সরকারি সেনারা এখন রাক্কার দিকে এগিয়ে যাচ্ছে। এ অবস্থায় সেখানে সৌদি-তুর্কি সেনা প্রবেশ করলে সরাসরি সংঘাত শুরু হবে এবং সেক্ষেত্রে রাশিয়া অবশ্যই সিরিয়াকে সমর্থন যোগাবে।  

নিবন্ধে আরও বলা হয়েছে, সিরিয়ায় সংঘাত জোরদার হলে তা বহু রাজার গদি ও রাজ্যকে ধ্বংস করবে এবং কয়েক মিলিয়ন মানুষ প্রাণ হারাতে পারে। আর সিরিয়ায় রুশ ঘাঁটিগুলোর ওপর বোমা বর্ষণ করা হলে রাশিয়ার সেনারা অপ্রচলিত অস্ত্র ব্যবহার করবে।

সিরিয়াকে নিয়ে বড় ধরনের বহুজাতিক সংঘাত শুরু হলে তাতে ইহুদিবাদী ইসরাইল তুর্কি-সৌদি জোটের পক্ষ নেবে বলেও দৈনিকটির নিবন্ধে মন্তব্য করা হয়েছে। কয়েকদিন আগে মিউনিখে সাবেক সৌদি গোয়েন্দা প্রধানের সঙ্গে উষ্ণ করমর্দন করেন ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধমন্ত্রী মোশে ইয়ালুন।
২৩ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে