মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১৬, ১১:০২:৩২

অবিশ্বাস্য, তবুও বেঁচে আছে মোহাম্মদ গুড্ড

অবিশ্বাস্য, তবুও বেঁচে আছে মোহাম্মদ গুড্ড

আন্তর্জাতিক ডেস্ক : লোহার টুকরো মাথার একদিক দিয়ে ঢুকে আরেক দিক দিয়ে বের হয়ে গিয়েছে এক নির্মাণ শ্রমিকের। এরপরও বেঁচে আছেন সে শ্রমিক। অবিশ্বাস্য হলেও ঘটনাটি সত্যি। আর তা ঘটেছে ভারতের মুম্বাইতে।

জানা গেছে, ২৪ বছর বয়সী নির্মাণ শ্রমিক মোহাম্মদ গুড্ডু মুম্বাইয়ের মালাদে সিমেন্টের সঙ্গে ইট বালু মেশাচ্ছিলেন। এসময় ভবনের ওপর থেকে হঠাৎ একখণ্ড রড তার মাথার সামনের অংশ ভেদ করে পেছন দিয়ে বের হয়ে যায়। পরে তাকে সরকারি একটি হাসপাতালে ভর্তি করা হলে পাঁচ ঘণ্টা ধরে অপারেশন চালিয়ে লোহার খণ্ড বের করে আনেন চিকিৎসকরা।

এদিকে অপারেশনের পর গুড্ডুর শরীরের বাম পাশ প্যারালাইজড হয়ে গেছে। চিকিৎসকরা আশা করছেন, আগামী তিন মাসের মধ্যে স্বাভাবিক জীবনে ফিরে আসবেন তিনি।
২৩ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে