মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১৬, ০৩:৪৫:২৩

চালু হল যুক্তরাষ্ট্রের ডাকবিভাগে একুশের স্মারক সিলমোহর

চালু হল যুক্তরাষ্ট্রের ডাকবিভাগে একুশের স্মারক সিলমোহর

আন্তর্জাতিক ডেস্ক : প্রথমবারের মত যুক্তরাষ্ট্রের ডাকবিভাগে ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একটি স্মারক সিলমোহর চালু করেছে। বাঙালি অধ্যুষিত জ্যাকসন হাইটসের একটি ডাকঘরে এই সিলমোহরের আনুষ্ঠানিক ব্যবহার শুরু হয়েছে গতকাল সোমবার থেকে।

মুক্তধারা ফাউন্ডেশনের অনুরোধে চালু এই সিলমোহর মার্চ মাসের ২২ তারিখ পর্যন্ত ওই ডাকঘরের সব চিঠিপত্রে ডাকটিকিটের ওপর ব্যবহার করা হবে বলে জানা গিয়েছে।

গতকাল এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে সিলমোহরটির ব্যবহার শুরু হয়। মুক্তধারার পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বাংলাদেশের মোট ১২ জন বিশিষ্ট ব্যক্তির কাছে এই সিলমোহর যুক্ত চিঠি পাঠানো হয়েছে।

এদিকে নিউইয়র্কে বাংলাদেশের কনসাল-জেনারেল শামীম আহসান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এই সিলমোহর চালুর সিদ্ধান্তে যুক্তরাষ্ট্রের ডাকবিভাগকে ধন্যবাদ জানিয়েছেন।
২৩ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে