মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১৬, ০৪:৫৪:৫৬

প্রয়োজন ছাড়াই মধ্যপ্রাচ্যের আকাশে মার্কিন যুদ্ধবিমান

প্রয়োজন ছাড়াই মধ্যপ্রাচ্যের আকাশে মার্কিন যুদ্ধবিমান

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়া এবং ইরাকের আকাশে টহল দিচ্ছে আমেরিকার অত্যাধুনিক জঙ্গিবিমান এফ-২২ র‍্যাপ্টর। মার্কিন বিমান বাহিনীর মুখপাত্র টিম স্মিথ বলছেন, হামলা চালানোর দিক থেকে বিচার করলে এ সব বিমান মোতায়েনের কোনো প্রয়োজনীয়তা নেই। টিম স্মিথের এবং মার্কিন নিউজ চ্যানেল এবিসির বরাত দিয়ে রেডিও তেহরানের এক প্রতিবেদনে এ খবর জানা যায়।

এ বিমানের পেছনে ৮,০০০ কোটি ডলার ব্যয় হয়েছে এবং দায়েশ বিরোধী লড়াই চালানোর জন্য এ বিমানকে অতি বেশি আধুনিক হিসেবে মনে করা হচ্ছে। অবশ্য স্মিথ দাবি করছেন, এটি অন্যতম মারাত্মক সমরাস্ত্র এবং সুনির্দিষ্টভাবে আঘাত হানার জন্য এ বিমান ব্যবহার হতে পারে।

মার্কিন নেতৃত্বাধীন জোট ২০১৪ সালের সেপ্টেম্বর থেকে সিরিয়ার অভ্যন্তরে দায়েশ বিরোধী অভিযান চালাচ্ছে। অবশ্য এ জন্য দামেস্ক বা জাতিসংঘের অনুমতির তোয়াক্কা করে নি আমেরিকা। আর কথিত এ হামলায় দায়েশ সন্ত্রাসী গোষ্ঠীর ব্যাপক কোনো ক্ষয়ক্ষতি হওয়ারও খবর পাওয়া যায় নি।
২৩ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে