আন্তর্জাতিক ডেস্ক : পৃথিবীতে কত কিছুই না ঘটে। তার ক’টা খবরই বা রাখছি আমরা? তবে আজ এমন পাঁটি তথ্য জানাব যা এর আগে হয় তো আপনি নিজেও জানেন নি। তাহলে চলুন জেনে নিই কি সেই পাঁচটি খবর?
১। ২০০৪ সালে গিয়েছিলেন ফিনল্যান্ডের বর্তমান রাষ্ট্রপতি সাউলি নিইনইস্তো। সে সময় সেখানে ভয়াবহ সুনামি আছড়ে পড়ে। সেই সুনামির ঢেউতে সাউলিও ভেসে যায়। তার সাথে ছিল তার ছেলে। তিনি তখন কোন রকমে একটি ইলেকট্রিক খুঁটির ওপর উঠে পড়েন তার ছেলেকে নিয়ে। আর নিচ দিয়ে পানির স্রোতে ভেসে যাচ্ছে সব। পরে তাদের সেখান থেকে উদ্ধার করা হয়। ২০১২ সালে তিনি ফিনল্যান্ডের রাষ্ট্রপতি নির্বাচিত হন।
২। আচ্ছা বলুন তো টারমিনেটরখ্যাথ আর্নল্ড সোয়াজনেগার এ পর্যন্ত কতটি খুন করেছেন? নানা, বাস্তবে নয়। পর্দায় তার খুনের সংখ্যা কত? পারলেন না তো? তাহলে বলছি, অনস্ক্রিনে আর্নল্ড সোয়াজনেগার ৩৬৯টি খুন করে। গোটা বিশ্বে বড় পর্দায় এতবড় 'খুনে' অভিনেতা আর একটিও নেই।
৩। হ্যান্ড স্যানিটাইজার ৯৯.৯৯ শতাংশ জীবাণু মেরে ফেল। কিন্তু .১ শতাংশ জীবাণুর জন্যও আপনার অসুস্থ হয়ে পড়তে পারি।
৪। যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় ৩ বছরের এক শিশু বোমার আঘাতে মারা যাওয়ার আগে বলেছিল, 'আমি ভগবানকে গিয়ে সব বলে দেবো।'
৫। ম্যাকলারেনের এফ ওয়ান ইঞ্জিন সোনা দিয়ে তৈরি।
২৩ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন