মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১৬, ০৮:২৯:৪৭

চীনকে হটিয়ে বাংলাদেশের সঙ্গে ভারতের চুক্তি

চীনকে হটিয়ে বাংলাদেশের সঙ্গে ভারতের চুক্তি

আন্তর্জাতিক ডেস্ক : বেশ কঠিন প্রতিযোগিতা ছিল! আর সেই প্রতিযোগীতায় বারতের কঠিন প্রতিযোগি ছিল চীন। কিন্তু শেষ হাসি হাসল ভারতই। চীনকে হটিয়ে বংলাদেশের সঙ্গে বেশ বড় মাপের এক বিদ্যুত্চুক্তি সম্পন্ন করল ভারত।

বাংলাদেশে ১০,৯৭১ কোটি ২০ লাখ টাকার তাপবিদ্যুত্কেন্দ্র স্থাপনের চুক্তি করল BHEL। বিদেশের মাটিতে এটাই সবচেয়ে বড় চুক্তি কোনো ভারতীয় বিদ্যুত সংস্থার। খুলনায় প্রস্তাবিত এই তাপবিদ্যুত্কেন্দ্রের ক্ষমতা হবে ১,৩২০ মেগাওয়াট।

নিঃসন্দেহে এ ঘটনা চীনের কাছে বেশ বড় ধাক্কা। কারণ ইতিমধ্যেই চীন, শ্রীলঙ্কায় বেশ কিছু প্রোজেক্টে হাত দিয়েছে। 'মুক্তোর মালা'-য় পাকিস্তান, শ্রীলঙ্কার পর চীনের পরবর্তী ঘুঁটি ছিল বাংলাদেশ।-জিনিউজ
২৩ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে