বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫, ১১:৩১:০৮

ট্রাম্পের প্রথম বিদেশ সফর সৌদি আরব?

ট্রাম্পের প্রথম বিদেশ সফর সৌদি আরব?

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট হিসেবে সোমবার (২০ জানুয়ারি) শপথ গ্রহণ করেছেন ডোনাল্ড ট্রাম্প। দায়িত্ব নেওয়ার প্রথমদিনেই ইতোমধ্যে শতাধিক নির্বাহী আদেশে সই করে ঝড় তুলেছেন। আগামী ১০০ দিনের মধ্যে ভারত ও চীন সফরের পরিকল্পনার কথাও জানিয়েছেন ট্রাম্প। তবে মিডল ইস্ট মনিটরের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প প্রথম বিদেশ সফর হিসেবে সৌদি আরব বেছে নিতে পারেন। 

প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার ট্রাম্প জানান তিনি প্রথম বিদেশ সফর হিসেবে সৌদি সম্ভবত যাবেন তবে দেশটিকে ৫০০ বিলিয়ন ডলারের মার্কিন পণ্য কিনতে হবে। এর আগে ২০১৭ সালে ক্ষমতায় বসার পর ট্রাম্প প্রথম বিদেশ সফরে যান সৌদি আরব।  

ওভাল অফিসে ট্রাম্প এক রিপোর্টারকে বলেছেন, তিনি সৌদি সফরে গিয়েছিলেন কারণ দেশটির সরকার শত শত বিলিয়ন ডলারের মার্কিন পণ্য কিনতে রাজি হয়েছিল। 

মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমি গতবার সৌদির সঙ্গে এমন করেছিলেন কারণ তারা ৪৫০ বিলিয়ন মার্কিন ডলারের পণ্য কিনতে রাজি হয়েছিল। আমি আবার সৌদি সফরে যাবো তবে দেশটিকে আরও বেশি পণ্য কিনতে রাজি হতে হবে। 

ট্রাম্প বলেছেন, যদি সৌদি আরব আবার ৪৫০ বা ৫০০ বিলিয়ন মার্কিন ডলারের পণ্য কিনতে চায় তাহলে আমি আবার দেশটিতে যেতে পারি। 

তবে ট্রাম্পের এমন মন্তব্য কতটা গুরুত্বপূর্ণ তা নিয়ে স্পষ্ট করে কিছু জানা যায়নি। বাইডেন প্রশাসনের আমলে সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কে তিক্ততা আসে। যদিও বাইডেন এই সম্পর্ক ঠিক করতে চেয়েছিলেন, তবে শেষ পর্যন্ত তা আর হয়ে উঠেনি। 

তবে ট্রাম্পের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্র ও সৌদির সম্পর্ক অনেক বন্ধুত্বপূর্ণ ছিল। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে