শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫, ১১:৫৫:২৬

ভারতের আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎ ক্রয়চুক্তি বাতিল করেছে শ্রীলঙ্কা

ভারতের আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎ ক্রয়চুক্তি বাতিল করেছে শ্রীলঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎ ক্রয়চুক্তি বাতিল করেছে শ্রীলঙ্কা। ভারতীয় ব্যবসায় গোষ্ঠীটির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠার পর এ সিদ্ধান্ত নিল দ্বীপ রাষ্ট্রটি। শুক্রবার (২৪ জানুয়ারি) কলম্বোর জ্বালানি মন্ত্রণালয়ের বরাতে এ খবর জানিয়েছে এএফপি।

প্রতিবেদন মতে, গত বছরের শেষের দিকে গৌতম আদানির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে ঘুষের লেনদেনের অভিযোগ ওঠে। এরপর শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশানায়েকে কোম্পানিটির সঙ্গে করা তার দেশের প্রকল্পগুলো খতিয়ে দেখার ঘোষণা দেন।

 সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে প্রশাসন ২০২৪ সালের মে মাসে আদানি গ্রুপের একটি বিদ্যুৎকেন্দ্র থেকে ২০ বছর মেয়াদি বিদ্যুৎ ক্রয়চুক্তি করে। বিদ্যুৎকেন্দ্রটি দ্বীপ রাষ্ট্রটির উত্তর-পশ্চিমে নির্মিত হওয়ার কথা।

দেশটির জ্বালানি মন্ত্রণালয়ের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, চলতি মাসের শুরুর দিকেই প্রেসিডেন্ট দিশানায়েকের মন্ত্রিসভা চুক্তিটি বাতিলের সিদ্ধান্ত নেয়।

নাম প্রকাশ না করার শর্তে সূত্র জানিয়েছে, ‘সরকার কেবল বিদ্যুৎ ক্রয় চুক্তিটি বাতিল করেছে। পুরো প্রকল্প বাতিল করেনি।’ প্রতিবেদন মতে, প্রকল্পটি পর্যালোচনা করতে একটি কমিটি গঠন করা হয়েছে।

শ্রীলঙ্কার বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। তবে মন্ত্রণালয়ের দুটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, তারা এখনও প্রকল্পটি পর্যালোচনা করছে এবং বিদ্যুৎ ক্রয়চুক্তি বাতিল করা হয়নি।

এদিকে আদানি গ্রুপের একজন মুখপাত্র এই প্রতিবেদনগুলোকে ‘বিভ্রান্তিকর’ বলে অভিহিত করেছেন। মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, ‘মান্নার ও পুনেরিনে আদানির ৪৮৪ মেগাওয়াট (মেগাওয়াট) বায়ু বিদ্যুৎ প্রকল্প বাতিল করা হয়েছে এমন প্রতিবেদনগুলো মিথ্যা ও বিভ্রান্তিকর।’ 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে