বুধবার, ২৪ ফেব্রুয়ারী, ২০১৬, ১২:২১:৪৯

মার্স চকলেটে প্লাস্টিক, উঠিয়ে নেয়া হচ্ছে ৫৫টি দেশ থেকে

মার্স চকলেটে প্লাস্টিক, উঠিয়ে নেয়া হচ্ছে ৫৫টি দেশ থেকে

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্ব-বিখ্যাত ব্রান্ড মার্স-এর মার্স, স্নিকারস এবং মিল্কিওয়ে চকলেটে প্লাস্টিকের টুকরো পাওয়া গেছে। এ ঘটনায় কোম্পানিটি বিশ্বের ৫৫টি দেশ থেকে তাদের চকলেট বার প্রতাহারের সিদ্ধান্ত নিয়েছে।

প্রথমে কোম্পানিটি শুধু জার্মানিতে তাদের চকলেট প্রত্যাহারের কথা বলেছিল। কিন্তু পরে ধারণা করা হয়, প্লাস্টিকযুক্ত চকলেট ছড়িয়ে পড়েছে যুক্তরাজ্য, ফ্রান্স, বেলজিয়াম, ইতালি এবং স্পেনেও।

মার্সের মুখপাত্র রোয়েল গভার্স বলেছেন, কোম্পানি সিদ্ধান্ত নিয়েছে মোট ৫৫টি দেশ থেকে চকলেট প্রত্যাহার করা হবে।

মার্সের যে সমস্ত চকলেটের প্যাকেটে মেয়াদোত্তীর্ণের তারিখ হিসেবে ১৯ জুন ২০১৬ থেকে ৮ জানুয়ারি ২০১৭ এর আগের কোনও তারিখ রয়েছে, সেগুলোই বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

উল্লেখ্য, কোম্পানি থেকে নির্দিষ্ট করে জানানো হয়নি ঠিক কী পরিমাণ চকলেটের প্যাকেট ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে তাদের তৈরি যে ধরনের পণ্য ক্ষতিগ্রস্ত হয়েছে তার একটি তালিকা পাওয়া যাবে ওয়েবসাইটে গেলে।
২৪ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে