বুধবার, ০৫ ফেব্রুয়ারী, ২০২৫, ০৫:০০:২৫

জাতিসংঘ নিয়ে এবার নতুন পদক্ষেপ নিলেন ট্রাম্প

জাতিসংঘ নিয়ে এবার নতুন পদক্ষেপ নিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল (ইউএনএইচআরসি) থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহারের একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন। এই নির্দেশনার আওতায় জাতিসংঘে যুক্তরাষ্ট্রের অনুদান সংক্রান্ত বিষয়গুলো পুনর্বিবেচনার কথাও বলা হয়েছে।  

ট্রাম্পের সিদ্ধান্তের অংশ হিসেবে ফিলিস্তিনিদের জন্য জাতিসংঘের ত্রাণ সংস্থা (ইউএনআরডব্লিউএ) থেকেও যুক্তরাষ্ট্র সরে আসবে। পাশাপাশি ইউনেস্কোর সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক পুনর্মূল্যায়নের কথাও ইঙ্গিত দিয়েছেন তিনি। 

জাতিসংঘের এই সংস্থা থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়ে যাওয়ার ঘোষণার পর, জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টেফান ডুজারিক প্রতিক্রিয়া জানিয়ে বলেন, “জাতিসংঘের সংস্কার ও কার্যক্ষমতা বৃদ্ধিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। যুক্তরাষ্ট্রের অবদান আন্তর্জাতিক নিরাপত্তা এবং মানবাধিকার সংরক্ষণের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ।” 

তিনি আরও বলেন, “জাতিসংঘ যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় এবং ভবিষ্যতে একসঙ্গে কাজ করার আশা রাখে।”  

অন্যদিকে, হোয়াইট হাউসের স্টাফ সেক্রেটারি উইল শার্ফ যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তের পক্ষে যুক্তি দিয়ে বলেন, “জাতিসংঘের বিভিন্ন সংস্থা দীর্ঘদিন ধরে আমেরিকার প্রতি বৈষম্যমূলক আচরণ করছে। সাধারণভাবে, এই সিদ্ধান্তের মাধ্যমে জাতিসংঘের সঙ্গে সম্পর্ক এবং অন্যান্য দেশের তুলনায় যুক্তরাষ্ট্রের দেওয়া অনুদানও পুনর্বিবেচনা করা হবে।”  

ট্রাম্পের মতে, জাতিসংঘ একটি গুরুত্বপূর্ণ সংস্থা হলেও এটি সঠিকভাবে পরিচালিত হচ্ছে না। তিনি বলেন, “জাতিসংঘের উচিত সব দেশের অর্থায়নে পরিচালিত হওয়া, কিন্তু আমরা বরাবরের মতো অতিরিক্ত অনুদান দিয়ে যাচ্ছি, যা যথাযথভাবে ব্যবহৃত হচ্ছে না।”  

তিনি আরও বলেন, “আমাদের এই পদক্ষেপের মাধ্যমে বেশ কিছু মতবিরোধের সমাধান হবে। আমরা সবসময় সাহায্য করি, কিন্তু আমাদের জন্য কেউ কিছু করে না। অথচ, জাতিসংঘের অন্যতম মূল লক্ষ্য হওয়া উচিত সমানভাবে সব দেশের স্বার্থ রক্ষা করা।”  

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে