আন্তর্জাতিক ডেস্ক : কমিউনিস্ট শাসিত উত্তর কোরিয়ায় হামলার পরিকল্পনা করছে মার্কিন যুক্তরাষ্ট্র! এমনই বার্তা দিয়েছেন দেশটির এক শীর্ষ সামরিক কর্মকর্তা। মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে পরমাণু ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি এগিয়ে নেয়ায় দেশটির বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেয়ার সম্ভাবনার কথা ভবছে আমেরিকা।
এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের কমান্ডার অ্যাডমিরাল হ্যারি হ্যারিস মার্কিন সিনেটের আর্মড সার্ভিসেস কমিটিতে শুনানির সময় মঙ্গলবার বলেছেন, উত্তর কোরিয়া পরমাণু অস্ত্র ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বানানো অব্যাহত রাখলে আমেরিকা পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নিতে পারে।
গত ৬ জানুয়ারি উত্তর কোরিয়া জানিয়েছিল, তারা সফলভাবে একটি হাউড্রোজেন বোমার পরীক্ষা চালিয়েছে। এ ঘোষণার পর আমেরিকা উত্তর কোরিয়ার বিরুদ্ধে ক্ষিপ্ত হয়ে ওঠে এবং মার্কিন কংগ্রেস দেশটির ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করে।
এরপর গত ৭ ফেব্রুয়ারি উত্তর কোরিয়া একটি দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করলে আমেরিকার সঙ্গে দেশটির সামরিক উত্তেজনা বেড়ে যায়। অবশ্য, উত্তর কোরিয়া দাবি করছে- ৭ ফেব্রুয়ারি তারা পৃথিবী পর্যবেক্ষণকারী কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করেছে।
ধারণা করা হচ্ছে ওই ক্ষেপণাস্ত্রের পাল্লা ১০,০০০ কিলোমিটারের বেশি যা সহজেই মার্কিন মূল ভূখণ্ডে আঘাত হানতে পারবে।
সিনেট কমিটিতে দেয়া বক্তৃতায় অ্যাডমিরাল হ্যারি আরো বলেছেন, উত্তর কোরিয়ার এসব পরীক্ষা ছিল সারা বিশ্বের জন্য মারাত্মক হুমকি এবং এ ধরনের তৎপরতা অব্যাহত রাখলে দেশটির বিরুদ্ধে সামরিক হামলার সম্ভাবনা রয়েছে।
২৫ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস