আন্তর্জাতিক ডেস্ক : এবার বিশ্বের উদিয়মান পরাশক্তি চীনের নাকের ডগায় ভ্রাম্যমান গোলন্দাজ ইউনিট মোতায়েন করার পরিকল্পনা করছে বিশ্ব মোড়ল আমেরিকা।
দক্ষিণ চীন সাগর নিয়ে যখন আঞ্চলিক দেশগুলো ও আমেরিকা তীব্র উত্তেজনায় জড়িয়ে পড়েছে তখন পেন্টাগনের এ পরিকল্পনার কথা ফাঁস হলো।
দক্ষিণ চীন সাগরের কাছে এই বাহিনী মোতায়েন নিয়ে আলোচনা করছে মার্কিন সামরিক বাহিনী।
গত সপ্তাহের শেষ দিকে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, চীন সাগরের মালিকানা নিয়ে চীনা দাবিকে তার প্রশাসন চ্যালেঞ্জ করা অব্যাহত রাখবে।
চ্যানেল নিউজ এশিয়াকে দেয়া সাক্ষাৎকারে ওবামা বলেন, সমস্যা সমাধানের ক্ষেত্রে আন্তর্জাতিক আইন ও রীতিনীতি উপেক্ষা করে চীন শক্তি দিয়ে অধিকার অর্জনের পুরনো নীতি অনুসরণ করছে।
এ পরিস্থিতিতে নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন এক সেনা কর্মকর্তা ‘স্কাউট ওয়ারিয়র’কে বলেছেন, দক্ষিণ চীন সাগরে পেন্টাগন শিগগিরি ভ্রাম্যমান গোলন্দাজ ইউনিট মোতায়েন করতে পারে। এ ধরনের ইউনিট ভূমি থেকে যুদ্ধ পরিচালনা করে থাকে।
ওই কর্মকর্তা আরো বলেন, যখন শত্রুপক্ষ দীর্ঘপাল্লার রকেট ও ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে আমাদের ওপর হামলা চালায় তখন আমরা ‘হিউটজার’ এবং এ ধরনের গোলাবারুদের সাহায্যে আসন্ন হুমকি মোকাবেলা করে থাকি।
এ ইউনিট মোতায়েনের ফলে মার্কিন হামলা ও প্রতিরক্ষা ক্ষমতা অনেক বেড়ে যাবে বলেও ওই কর্মকর্তা উল্লেখ করেন।
আমেরিকা বেশকিছু দিন থেকে অভিযোগ করে আসছে, দক্ষিণ চীন সাগরে কৃত্রিম দ্বীপ তৈরির মাধ্যমে বেইজিং এ এলাকায় তার নিয়ন্ত্রণ জোরদার করতে চাইছে।
তবে চীন বলছে, দক্ষিণ সাগর নিয়ে সৃষ্ট জটিলতা আঞ্চলিক দেশগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতে সমাধান করা হবে; আমেরিকার হস্তক্ষেপের দরকার নেই।
২৫ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস