আন্তর্জাতিক ডেস্ক : বসনিয়া এবং চেচনিয়ার চেয়ে ভারতে জঙ্গি হামলার ঝুঁকি কম বলে দাবী করেছেন ভারতের অন্ধ্রপ্রদেশে বোমা হামলায় প্রধান অভিযুক্ত আবদুল আজিজ আলিয়াস গিদ্দা।
গত ২ ফেব্রুয়ারি আজিজকে ভারতে ফেরত পাঠায় সৌদি কর্তৃপক্ষ। দেশে ফিরে এই জঙ্গি নেতা ওই দাবী করেন।
প্রায় এক দশক আগে ভারতের অন্ধ্রপ্রদেশে বোমা হামলায় প্রধান অভিযুক্ত তিনি। সম্প্রতি তাকে সৌদি আবর থেকে ভারতে ফিরিয়ে আনা হয়েছে। ২০০৫ সালে জেদ্দা থেকে মার্কিন সেনাবাহিনীর বিরুদ্ধে লড়তে ইরাক যাওয়ার পথে গ্রেপ্তার হয়েছিলেন এই জঙ্গি নেতা। সেখানে দশ বছর সাজা ভোগ শেষে তাকে ভারতে ফেরত পাঠানো হয়েছে।
আজিজ স্বীকার করেন, ‘১৯৯৭ সালে যে সময়ে জঙ্গি হামলার ঘটনা ঘটেছিল, ওই সময়েও ভারতের মুসলিমদের পরিস্থিতি অন্যান্য অনেক দেশের চেয়ে ভালো ছিল’।
তারপরও কেন সেইদিন সেই বোমা হামলা চালানো হয়েছিল! এ ব্যাপারে আজিজ সুস্পষ্ট করে কিছু বলেন নি।
২৫ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন