আন্তর্জাতিক ডেস্ক : ৭০ লাখ টাকার ঘড়ি পরে বিপাকে ভারতের কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। বিতর্ক এড়াতে সেই ঘড়িটি রাজ্যের সম্পত্তি বলে ঘোষণা করলেন তিনি। কর্ণাটকের সেক্রেটারিয়েট বিধান সৌধ-র ক্যাবিনেট হলেই এবার থেকে শোভা পাবে দুর্মূল্য ঘড়িটি।
এক প্রতিবেদনে টাইমস অব ইন্ডিয়া এ খবর দিয়েছে।
কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার অতি দামি ঘড়িটির বিষয়ে এরই মধ্যে এনফোর্সমেন্ট ডিরেক্টোরেটে অভিযোগ দায়ের করেছে সে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি।
বিপাকে পড়ে তড়িঘড়ি ঘড়িটিকে রাজ্যের সম্পত্তি বলে দেখালেন সিদ্দারামাইয়া। তার ঘনিষ্ঠ সূত্রের খবর, ঘড়ির আসল দাম জানতে পেরে যথেষ্ট অস্বস্তিতে পড়েন কর্ণাটকের মুখ্যমন্ত্রী। ঘড়িটি তিনি উপহার পেয়েছেন বলে জানা গেছে।
তবে কে তাকে এত দামি উপহার দিয়েছেন তা খোলসা করে বলেননি সিদ্দারামাইয়া। দামি উপহার পেলে তার আগের মুখ্যমন্ত্রীরা কী করেছেন তাও খতিয়ে দেখেন সিদ্দারামাইয়া।
এরকম পরিস্থিতিতে পড়লেও সেই উপহার রাজ্য সরকারের সম্পত্তি হিসেবেই ঘোষণা করে দিয়েছেন তারা। এবার বিতর্ক এড়াতে একই পথে হাঁটলেন সিদ্দারামাইয়া।
তবে ঘড়ির মালিকানা ছেড়ে পাবলিক ইমেজ শুধরালেও আইনি জটিলতা পিছু ছাড়ছে না কর্ণাটকের মুখ্যমন্ত্রীর। ঘড়ির আসল মালিক কে, বিদেশ থেকে কে ঘড়িটি আমদানি করেছেন, সবরকম ট্যাক্স দেয়া হয়েছে কিনা, ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন লঙ্ঘন হয়েছে কিনা জানতে চেয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টোরেটের দ্বারস্থ হয়েছে বিজেপি।
২৫ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম