আন্তর্জাতিক ডেস্ক : আজ শুক্রবার ইরানের পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই নির্বাচন দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানির জন্য এটি একটি অগ্নি পরীক্ষা বলে মনে করছেন অনেকে।
এদিকে আজ পার্লামেন্টের পাশাপাশি ইরানের বিশেষজ্ঞ পরিষদেরও নির্বাচন হবে। এ দুটিতেই বর্তমানে রক্ষণশীলদের আধিপত্য রয়েছে। ইরানের রাজনীতি মূলত বিভিন্ন রাজনৈতিক দলের পরিবর্তে উদারপন্থী ও রক্ষণশীল এই দুই ভাগে বিভক্ত।
আজকের নির্বাচনেও এই দুই পক্ষের পার্লামেন্ট সদস্য প্রার্থীদের মধ্যেই প্রতিদ্বন্দ্বিতা হবে। ২৯০ আসনের পার্লামেন্ট নির্বাচনে প্রেসিডেন্ট রুহানি সরকারপন্থী ‘লিস্ট অব হোপ’ তালিকার এমপি পদপ্রার্থীদের সমর্থন দিয়েছেন। এই তালিকায় রয়েছেন উদারপন্থী ও সংস্কারপন্থীরা।
অন্যদিকে রক্ষণশীল এমপি পদপ্রার্থীদের প্রধান তালিকার নেতৃত্বে রয়েছেন সাবেক পার্লামেন্ট স্পিকার গোলাম আলী হাদাদ আদেল। তাঁর এক মেয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির এক ছেলের স্ত্রী।
প্রথমবারের মতো একই দিনে ইরানের ৮৮ সদস্যের বিশেষজ্ঞ পরিষদের নির্বাচন হচ্ছে। ধর্মীয় নেতাদের প্রভাবশালী এই কমিটিই দেশের পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচিত করবে।
২৬ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন